সংবাদসংস্থা মুম্বই: জনপ্রিয় টেলিভিশন তারকা ও প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী আব্দু রোজিককে সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকালে বিগ বস ১৩-র প্রতিযোগী আব্দু রোজিককে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আব্দুর ম্যানেজমেন্ট কোম্পানি খবরটি নিশ্চিত করেছে। শনিবার ভোর ৫টায় দুবাই বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ২১ বছরের আব্দুকে আটক করা হয়। যদিও আব্দু নিজেই ইনস্টাগ্রামে এই পোস্ট করেছেন।
তবে চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাঁর টিম। আব্দুর সমাজমাধ্যম থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “আমরা নিশ্চিত করছি যে আব্দু রোজিক বর্তমানে একটি ঘটনার জেরে তদন্তের জন্য আটক রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে যে চুরির অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এই বিষয়ে সবিস্তার ব্যাখ্যা দেব খুব শীঘ্রই। আমাদের বলার অনেক কিছু রয়েছে।”
আরও পড়ুনঃ ক্যাফেতে গুলি চালানোর পর এবার কপিলকে সরাসরি হুমকি জঙ্গি নেতার! আতঙ্কে রাতের ঘুম উড়ল 'শর্মাজি'র
তাঁর টিম আরও জানিয়েছে, তাঁরা এই মুহূর্তে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যথাযথ প্রমাণ সহ দ্রুত সঠিক তথ্য সামনে আনবেন। পাশাপাশি আব্দুর সমর্থকদের ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় আব্দুর এই আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নানা জল্পনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তাঁর টিমের বক্তব্যে পরিস্থিতির মোড় ঘুরেছে। এই মুহূর্তে তদন্ত চলছে এবং টিমের পক্ষ থেকে পরবর্তী বিবৃতির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
যদিও আব্দুকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগে গত বছর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তাঁকে অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল। মাদক ব্যবসায়ী আসগর শিরাজির কালো টাকা ঢুকে আছে আব্দুর এই রেস্তরাঁর ব্যবসায়। এই অভিযোগে তাঁকে তলব করেছিল ইডি। যদিও তাঁর আইনজীবী জানান, এ দিন এই নেটপ্রভাবী তাজিকিস্তানের গায়ককে ইডি সাক্ষী হিসাবে ডেকে পাঠায়। তাঁর বয়ান নথিভুক্ত করেছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এর ৫০ নম্বর ধারায় তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছিল। যদিও সেই সময় সমস্ত সহযোগিতা করেছিলেন তিনি।
বিগ বস ১৬-তে প্রতিযোগী হিসেবে এসেছিলেন আব্দু। শো-তে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সলমন খানও তাঁকে অনেক সমর্থন করেছেন। শোয়ের পরে, আব্দু মুম্বইয়ে বার্গির নামে একটি রেস্তোরাঁও খোলেন, যা খুব ভাল সাড়া পেয়েছে। ২০২৪ সালে, আব্দু দুবাই কোকা-কোলা এরিনায় বক্সিংয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং যুক্তরাজ্যে একটি হাবিবি-ব্র্যান্ডের রেস্তোঁরা খোলেন। সম্প্রতি, তিনি লাফটার শেফ শোয়ের দ্বিতীয় মরশুমেও উপস্থিত হয়েছিলেন, যেখানে তিনি এলভিশ যাদবের সাথে জুটি বেঁধেছিলেন। তাজিকিস্তানে জন্ম নেওয়া এই ২১ বছরের ছেলেটির জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় একটা রোগে আক্রান্ত হয়ে তাঁর উচ্চতা বাড়েনি। পরিবারকে সামলাতে খুব অল্প বয়সেই রাস্তায় গান গেয়ে জীবিকা শুরু করেন তিনি। এরপর একদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান। তাঁর মিষ্টি স্বভাব ও হাসিখুশি চেহারা দেখে অনেকেরই মন গলবে। তাই সহজেই অনুরাগী মহলে জায়গা করে নিয়েছেন আব্দু। কিন্তু হঠাৎই তাঁর বিরুদ্ধে এই চুরির অভিযোগ ওঠায় বেশ মন খারাপ নেটিজেনদেরও।
