আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের বার্মেরে বুধবার রাতে দুই পরিবারের বিবাদ কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। নেপথ্যে সেই পুরনো ‘প্রেমঘটিত বিয়ে’। দীর্ঘদিনের বিবাদ এদিন চরমে পৌঁছয়৷ ফলস্বরূপ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে দু’জন।
স্থানীয় সূত্রে খবর, বছর পঁচিশের শ্রবণ সিং গ্রামেরই এক তরুণীকে প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু এই বিয়ে মানতে পারেনি তরুণীর পরিবার। সেই থেকেই দুই পরিবারের মধ্যে চাপা উত্তেজনা ছিল। এমনকী দুই পরিবারের প্রতি দুদিক থেকেই দীর্ঘ সময় ধরে আক্রোশ ছিল। শ্রবণ বর্তমানে সপরিবারে গুজরাটে থাকেন। কিন্তু তাঁর দাদা ইউকে সিং (৩৫) গ্রামেই থাকেন।
অভিযোগ, বুধবার বিকেলে মাঠ থেকে ফেরার পথে তাঁকে ঘিরে ধরে তরুণীর কাকা ধর্ম সিং ও তাঁর দলবল। ধারালো অস্ত্র দিয়ে ইউকে সিংয়ের নাক কেটে দেওয়া হয় বলে অভিযোগ। দাদার রক্তাক্ত দশা দেখে পাল্টা আক্রমণ চালায় শ্রবণের পরিবারও। ধর্ম সিংয়ের বাড়িতে চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় তাঁর পা। খবর অনুযায়ী, দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
প্রেমঘটিত বিয়ের জেরে হামলার ঘটনা অবশ্য এই প্রথম নয়। গত মাসেই মহারাষ্ট্রে ডিজে-তে নাচ নিয়ে বচসার জেরে বিয়ের আসরেই ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল পাত্রকে। সেই সময় দুই হামলাকারী বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে সাহসিকতার পরিচয় দেন বিয়ের ভিডিওগ্রাফার। ড্রোন উড়িয়ে প্রায় দু’কিলোমিটার পথ পিছু ধাওয়া করে পুলিশকে সাহায্য করেন তিনি।
