আজকাল ওয়েবডেস্ক: ফেসবুক এখন আর কেবলমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং অনেকের জন্য হয়ে উঠেছে আয় করার গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। তবে প্রশ্ন থেকে যায়—ফেসবুকে ১০০০ ফলোয়ার হলেই কি আয় শুরু করা যায়? সাধারণভাবে অনেকেই মনে করেন, নির্দিষ্টসংখ্যক ফলোয়ার থাকলেই অর্থ আসতে শুরু করবে, কিন্তু বাস্তব চিত্রটি একটু ভিন্ন। মূলত, ফেসবুকে সরাসরি আয় করতে হলে ‘Meta for Creators’ প্রোগ্রামের অধীনে কাজ করতে হয় এবং এর জন্য রয়েছে বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড।

উদাহরণস্বরূপ, ফেসবুকের ইন-স্ট্রিম অ্যাডসের (In-Stream Ads) সুবিধা নিতে গেলে আপনাকে একটি ফেসবুক পেজ পরিচালনা করতে হবে, যার ফলোয়ার সংখ্যা হবে অন্তত ১০,০০০। তাছাড়া, সাম্প্রতিক ৬০ দিনে আপনার ভিডিওগুলোতে ৬০,০০০ মিনিট বা তার বেশি সময় দর্শক ভিডিও দেখেছেন—এমন তথ্য থাকা আবশ্যক। এই সবকিছুর পাশাপাশি কনটেন্টগুলো অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং মানিটাইজেশন সংক্রান্ত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

আরও পড়ুন: কোথায় দাঁড়িয়ে নয়া উদারবাদের রাজনৈতিক অর্থনীতি? লন্ডন স্কুল অফ ইকনমিক্সের বিতর্ক অমর্ত্য সেন এবং দারন আসেমগ্লুর 

তবে তাই বলে যাঁদের ফলোয়ার সংখ্যা এখনো ১০,০০০ হয়নি, তাঁদের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায় না। অনেক সময় দেখা যায়, কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাত্র ১,০০০-১,৫০০ ফলোয়ার থাকলেও, যদি তাঁর কনটেন্টে রিচ ভালো হয় এবং কোনো ব্র্যান্ডের সঙ্গে স্পনসরশিপ চুক্তি হয়, তাহলে সেখান থেকেও আয় সম্ভব। অর্থাৎ শুধুমাত্র ফলোয়ার সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কনটেন্টের গুণগত মান ও দর্শকদের সক্রিয় অংশগ্রহণ।

এছাড়া ফেসবুকের ‘Reels Bonus Program’ নামক একটি বাছাইকৃত ইনসেন্টিভ স্কিম রয়েছে, যার আওতায় কিছু কনটেন্ট নির্মাতাকে প্রতি মাসে বোনাস প্রদান করা হয়। তবে এই প্রোগ্রামে সবাই অংশ নিতে পারেন না। ফেসবুক নিজেই নির্দিষ্ট কিছু প্রোফাইলকে আমন্ত্রণ জানায়, যাঁদের কনটেন্ট ফর্ম্যাট ও পারফরম্যান্স এই প্রোগ্রামের উপযুক্ত। ফেসবুকে আয়ের আরেকটি সম্ভাব্য পথ হচ্ছে ‘Fan Subscriptions’। এই পদ্ধতিতে কনটেন্ট নির্মাতারা তাঁদের অনুগত ভক্তদের কাছ থেকে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি আদায় করে এক্সক্লুসিভ কনটেন্ট সরবরাহ করেন।

সবমিলিয়ে বলা যায়, ফেসবুকে কেবল ফলোয়ার সংখ্যা বাড়ালেই আয় শুরু হয় না। বরং ধারাবাহিকভাবে মানসম্মত কনটেন্ট তৈরি, দর্শকদের সঙ্গে সক্রিয় যোগাযোগ এবং ফেসবুকের নির্ধারিত নীতিমালার মধ্যে থেকেই কাজ করাটাই ফেসবুক থেকে সফলভাবে আয় করার মূল চাবিকাঠি।