আজকাল ওয়েবডেস্ক:‌ ফের চোট পেয়েছেন শুভমান গিল। যার ফলে ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ থেকে তিনি ছিটকে গিয়েছেন। লখনউতে চতুর্থ ম্যাচের আগেই জানা গিয়েছিল যে চোটের জন্য সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না গিল। তবে অতিরিক্ত কুয়াশার জন্য লখনউ ম্যাচই বাতিল হয়ে যায়। বাকি রয়েছে সিরিজের আরও একটি ম্যাচ। সেই ম্যাচেও নেই গিল। চোটের জন্য নেই অক্ষর প্যাটেলও। শেষ ম্যাচে হয়ত নেই জসপ্রীত বুমরাও। 


বুধবারই জানা গিয়েছিল, পায়ের চোটের জন্য টি–টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন গিল। প্রসঙ্গত, ঘাড়ের চোটের জন্য টেস্ট ও একদিনের সিরিজ খেলতে পারেননি গিল। এবার ছিটকে গেলেন টি–টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ থেকেও। যদিও সিরিজে ছন্দে ছিলেন না গিল। তিন ম্যাচেই রান পাননি সেভাবে।
জানা গিয়েছে, অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন গিল। স্ক্যান করে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। কিন্তু গিল আদৌ কি চোটের কারণে বাদ পড়লেন গিল, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে?‌ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা শুরু করেছেন নেটিজেনরা।


এটা ঘটনা, শেষ ছ’টি টি–টোয়েন্টিতে গিলের রান যথাক্রমে ০, ৪, ২৯ অপরাজিত, ৪৬, ১৫, ৫। দলে ফিরে আসার পর থেকে ১৪ ইনিংসে তাঁর রান মাত্র ২৬৩। গড় ২৩.৯০। স্ট্রাইক রেট ১৪২.৯৩। একটিও হাফসেঞ্চুরি নেই। রবিবার ধরমশালায় করেছিলেন ২৮। 


নেটিজেনদের অনেকেই মনে করছেন, গিলকে সমালোচনা থেকে বাঁচানোর জন্য ‘‌চোট’‌ দেখানো হচ্ছে। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে তিন ম্যাচে তাঁর রান মাত্র ৩২। গড় ১০.৬৬। স্ট্রাইকরেট ১০৩.২২। কটকে ৪, মুলানপুরে শূন্য। আর ধরমশালায় ২৮। সেই ২৮ রান করার ফাঁকে পুরনো ছন্দে দেখা গিয়েছিল গিলকে। এই পরিস্থিতিতে ফের চোট গিলের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা ছড়িয়েছে।


এক নেটিজেন বলছেন, ‘‌চতুর্থ টি–টোয়েন্টির আগে আচমকাই চোট পেলেন গিল। তাঁর দাবি, চোটকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে আর এক নেটিজেন লিখছেন, ‘এটা সত্যিই দুঃখজনক যে, সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়দের সুযোগের চেয়ে ভাগ্যের উপরই বেশি নির্ভর করতে হচ্ছে। এই পর্যায়ে এসে ক্রিকেটারদের ভাগ্যের উপর নির্ভর করতে হবে কেন?’‌ 


এটা ঘটনা, ২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। ৫১টি টি–টোয়েন্টি ম্যাচে ৯৯৫ রান করেছেন। তিনটি শতরানও রয়েছে। স্ট্রাইক রেট ১৪৭.৪০। গিল ছিটকে যাওয়ায় সঞ্জুকে আমেদাবাদে ওপেন করানো হয় কিনা সেটাই দেখার।