আজকাল ওয়েবডেস্ক: তিনদিনের ভারত সফর শেষ করে ফিরেছেন লিওনেল মেসি। আবার ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করেন বিশ্বকাপজয়ী তারকা। ভারত সফরে কিংবদন্তি ক্রিকেটার, ফুটবলারদের থেকে শুরু করে একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ হয় মেসির। সেই তালিকায় ছিলেন শচীন তেন্ডুলকর, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী। মেসিতে আচ্ছন্ন ফুটবল ভক্তরা। কিন্তু এবার সেই হাই-প্রোফাইল সফর নিয়ে প্রশ্ন তুললেন সন্দেশ ঝিঙ্গন। তিনি মনে করেন, কোটি কোটি অর্থ খরচ করা যুক্তিহীন।

একদিকে ধুঁকছে ভারতীয় ফুটবল। আইএসএলের ভবিষ্যৎ অন্ধকারে।‌ অন্যদিকে উড়ছে কোটি কোটি টাকা। এটাই তাঁকে ভাবতে বাধ্য করছে। আদৌ কি কেউ ভারতীয় ফুটবলে লগ্নি করতে তৈরি? এই প্রশ্ন তুলে দিলেন ভারত অধিনায়ক। মেসি সফরে চার শহরে উন্মাদনা দেখা গিয়েছে। কিন্তু তাতে কি ভারতীয় ফুটবল কোনওভাবে লাভবান হবে? সেই প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক।

সন্দেশ বলেন, 'আমাদের দেশের ফুটবল ইকোসিস্টেম বিশ বাঁও জলে। সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আদৌ এইবছর ফুটবল মরশুম শুরু হবে কিনা জানা নেই। এর থেকেই বোঝা যাচ্ছে, আমরা ফুটবল ভালবাসি, কিন্তু নিজেদের প্লেয়ারদের পাশে দাঁড়াতে প্রস্তুত নয়।' মেসি সফরে ভর্তি ছিল সমস্ত স্টেডিয়াম। কলকাতায় বিভীষিকা দিয়ে সফর শুরু হলেও হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লিতে সুষ্ঠুভাবে হয়। মেসিকে দেখতে স্টেডিয়াম ভরায় খুশি সন্দেশ। তবে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা অনুযায়ী, কোথায় যেন তাঁকে একটা দুঃখ দিচ্ছে। যা নিজের মনের ভেতর চেপে রাখতে করলেন না ভারত অধিনায়ক। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ব্যক্ত করলেন।

সন্দেশ বলেন, 'আপাতত গত কয়েকদিনের ফুটবল যজ্ঞ শেষ হয়েছে। এবার নিজের ভাবনা জানাতে বাধ্য হলাম। প্রথমত, আমাদের দেশে ফুটবল নিয়ে এইধরনের উন্মাদনা দেখে ভাল লাগছে। এই খেলাটার পেছনে ভক্তরা লক্ষ লক্ষ টাকা খরচ করছে দেখে ভাল লাগছে। আমার মনে হচ্ছে সবকিছু ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলে কেউ অর্থ ব্যয় করতে চাইছে না। কিন্তু এই সফরে কোটি কোটি টাকা খরচ হয়েছে।' সন্দেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। তবে সেই নিয়ে কোনও সমস্যা নেই তাঁর। জানান, সমালোচনা গ্রহণ করতে পারেন তিনি। তবে চিন্তা নিজের ভবিষ্যৎ নিয়ে। ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে। অচলাবস্থা কাটার আশায় সন্দেশ সহ বাকি ফুটবলাররা।