আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে সবুজ-মেরুন জার্সিতে কনিষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক ছিল তাঁর। 

মোহনবাগান ছেড়ে সেই তাঁকেই চলে যেতে হয়েছিল চেন্নাইতে। এবার চেন্নাই থেকে ফের তিনি ফিরছেন এই শহরে। মোহনবাগানে। তিনি কিয়ান নাসিরি। 

মোহনবাগান জার্সিতে কনিষ্ঠ ফুটবলার হিসেবে আইএসএল ডার্বিতে হ্যাটট্রিক ছিল তাঁর। মাঝে চেন্নাইতে খেললেও সেভাবে মাঠে নামার সুযোগ পাননি তিনি। সূত্রের খবর, এবার তিনি ফিরতে চলেছেন মোহনবাগানে। 

কিয়ানকে নেওয়ার জন্য চেন্নাইয়িনের কাছে আবেদন করে মোহনবাগান। মোহনবাগানের সেই আবেদন চেন্নাইয়িন মেনে নিয়েছে বলেই খবর। দু-তিন দিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 

এদিকে আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে চলে গিয়েছেন বেঙ্গালুরুতে। আশিক চার বছরের চুক্তি করেছেন বেঙ্গালুরুর সঙ্গে। আশিক না থাকায় কিয়ান সেই শূন্যস্থান পূরণ করতে পারেন। 

প্রতিশ্রুতি জাগানো ফুটবলার কিয়ান। মোহনবাগানে থাকার সময়ে সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন তিনি। ২০২২ সালের আইএসএলে পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। সব ঠিকঠাক থাকলে এবার তাঁর পিঠে উঠতে চলেছে সবুজ-মেরুন জার্সি।