আজকাল ওয়েবডেস্ক: দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৬ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা হয়েছে ৭১২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন আরও ৬ জন। এদের মধ্যে মহারাষ্ট্রে একজন, কেরালাতে ৩ জনয কর্নাটকে ২ জন। কেরালাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২২২৩ জন।
এরপরই রয়েছে গুজরাট। সেখানে ১১৪ জনের দেহে নতুন করে করোনা ধরা পড়েছে। মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১২২৩ জন। কর্নাটকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে। সেখানে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৫৯ জন হয়েছে। দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। সেখানে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা হয়েছে ৭৫৭ জন।
কেরালাতে ৮৭ বছরের এক মহিলা এবং দুই ব্যক্তি যাদের বয়স ৬৯ এবং ৭৮ তারা কোমর্বিটিতে ছিলেন। এই তিনজই মারা গিয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজন ৫১ বছরের মহিলা হাইপারটেনশনে ভুগছিলেন। আরও একজন ৭৯ বছরের বৃদ্ধ যিনি ডায়বেটিস এবং হাইপারটেনশনে ভুগছিলেন তিনিও মারা গিয়েছেন। মহারাষ্ট্রে ৪৩ বছরের এক ব্যক্তির শ্বাসকষ্ট হয়েছিল। এরপর তার পেটে ব্যথা শুরু হয়। তিনিও মারা গিয়েছেন। ফলে বিগত ২৪ ঘন্টায় মোট ৬ জন মারা গিয়েছেন করোনায়।
ঝাড়খণ্ডে ৪৪ বছরের এক ব্যক্তির করোনাতে মৃত্যু ঘটেছে। তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাজধানী রাঁচির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৬।
দেশের বিভিন্ন প্রান্তে করোনার বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্রীয় সরকার প্রতিটি সরকারি হাসপাতালে মক ড্রিল শুরু করেছে। সেখানে পর্যাপ্ত অক্সিজেন, সঠিক বেড, ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধ যাতে থাকে সেদিকে জোর দেওয়া হয়েছে। তবে বহু করোনার রোগীকেই বাড়িতে থেকেই চিকিৎসা করানো হচ্ছে বলেই খবর।
