আজকাল ওয়েবডেস্ক: সোমবার প্রধানমন্ত্রী ভারত-পাক দ্বন্দ্বের আবহে সাফ বার্তা দিয়েছেন। জানিয়েছেন ভারতের অবস্থান কী, কী নেওয়া হতে পারে পরবর্তী পদক্ষেপ।

দুই দেশ অস্ত্রবিরতিতে রাজি হওয়ার পর, পরিস্থিতি কী? পর্যালোচনায় বৈঠকে বসেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, তিন বাহিনীর শীর্ষ আধিকারিক এবং ডিফেন্স সেক্রেটারি। সাউথ ব্লকে এই বৈঠক হয়।

?ref_src=twsrc%5Etfw">May 13, 2025

 

একই সঙ্গে সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পরেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাব থেকে ফিরেই দিল্লিতে বৈঠকে বসেবেন তিনি 

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েকদিন পর মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর এয়ারবেস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ভারতীয় বায়ুসেনার জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। জওয়ানদের সাহসিকতারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ৯ মে মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর-এর পাল্টা পাকিস্তান দেশের বিভিন্ন এয়ারবেসে হামলার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটি হামলার কড়া জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান যে সমস্ত এয়ারবেসকে টার্গেট করেছিল তার মধ্যে ছিল পাঞ্জাবের আদমপুর এয়ারবেসও। ভারতের উন্নতমানের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেয় পাকিস্তানের হামলাকারী ড্রোনকে।