শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | 'দায় পাকিস্তানেরও', সন্ত্রাসবাদ দমনে দিল্লির পাশে দাঁড়িয়ে ইসলামাবাদকে কড়া বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

RD | ০২ মে ২০২৫ ১১ : ০০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: জঙ্গি দমনে পাক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ভারতের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি। তাঁর আশা, সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে দিল্লি সক্রিয় পদক্ষেপ করলেও এমন কিছু না করুক যাতে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেই সময়ে ভারত সফরে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমেরিকায় ফিরে জঙ্গিদের মোকাবিলা নিয়ে তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ভ্যান্স। সেখানেই উঠে আসে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা, ভারতক-পাক যুদ্ধ পরিস্থিতির বিষয়টি। 

সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, "আমি মনে করি যে, জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত। কিন্তু আমাদের আশা, সেই প্রত্যাঘাতের জেরে যেন বৃহত্তর এলাকায় সংঘাত তৈরি না হয়। জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তানেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। অনেক সময় পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চলে। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসদমনে ভারতের পাশে থাকা এবং জঙ্গিদের খুঁজে বার করতে সহযোগিতা করা।"

গত মাসে, পহেলগাঁও হামলার পর ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। বিষয়টি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন। ভ্যান্স মোদিকে জানিয়েছিলেন যে, তিনি পহেলগাঁওতে প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানাচ্ছেন। আমেরিকা ভারতের জনগণের পাশে দাঁড়াচ্ছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে সকল সহায়তা প্রদান করতে প্রস্তুত।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক্স বার্তায় লিখেছিলেন, "উষা এবং আমি ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মিগতদের প্রতি আমাদের সমবেদনা জানাই। গত কয়েকদিন ধরে, আমরা এই দেশ এবং এর জনগণের সৌন্দর্য দেখে অভিভূত। এই ভয়াবহ হামলার শোক প্রকাশ করার সময় আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।"

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অনেক শীর্ষ মার্কিন নেতাই ওই হামলার নিন্দা করেছেন। এটিকে "সন্ত্রাস" এবং "অবিবেকহীন" বলে অভিহিত করেছেন। তাঁরা সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও ভারতের প্রতি তাদের সমর্থনও প্রকাশ করেছেন।

এর আগে বুধবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলেন। রুবিও পাকিস্তানকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার এই হামলার বিষয়ে প্রথম প্রকাশ্য বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'কেউ যদি মনে করে কাপুরুষোচিত এই হামলা করে বিশাল সাফল্য মিলেছে, তাহলে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদির ভারত, বেছে বেছে একের পর এক প্রতিশোধ নেওয়া হবে।' 


Pahalgam AttackJD Vance PakistanIndia Pakistan Relations

নানান খবর

নানান খবর

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে

‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়

আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!

ভারতের ‘‌পাল্টা আঘাতের’‌ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট

পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা

সোশ্যাল মিডিয়া