আজকাল ওয়েবডেস্ক: বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার শুভমন গিল। তাঁর নেতৃত্বে আইপিএলের পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। ঠাণ্ডা মাথায় দল পরিচালনা করার ক্ষমতা অনেকেরই নজর কেড়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেটের মোস্ট এলিজিবল ব্যাচেলর। তাই ক্রিকেটের পাশাপাশি তাঁকে নিয়ে গুজব রটার ঘটনা নতুন নয়। সারা তেন্ডুলকর ছাড়াও বলিউডের এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল গিলের। এবার সম্পর্ক, প্রেম নিয়ে নিজেই খোলসা করলেন তারকা ক্রিকেটার। শুভমন বলেন, 'আমি তিন বছরেরও বেশি সিঙ্গল। একাধিক মহিলার সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। কখনও এমন মহিলাদের সঙ্গে নাম জোড়া হয়, যাদের আমি কোনওদিন দেখিইনি। কিন্তু তাঁদের নিয়ে গুজব রটে যায়। আমি আমার পেশাদার জীবনে ফোকাস করছি। বছরের ৩০০ দিন কারোর সঙ্গে কাটানোর জন্য আমার জীবনে সময় এবং জায়গা নেই। আমরা সবসময় ট্রাভেল করি। তাই কাউকে সময় দেওয়ার মতো সুযোগ নেই। সম্পর্কে থাকলে যা করতে হত।' গিলের এই কথা শুনে হয়তো অনেক মহিলা অনুরাগী খুশি হবেন।
ভারত এবং গুজরাটের হয়ে খেলার সময় এক অন্য গ্রহে প্রবেশ করেন গিল। সম্পূর্ণ নিজের জগতে চলে যান। কানে কিছুই ঢোকে না। এই প্রসঙ্গে গিল বলেন, 'এর আগেও আমি এটা বলেছি। তখন আর মাঠের কোনও আওয়াজ শুনতে পাই না। পুরো ফোকাসই মাঠে থাকে।' ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে গুজরাট।
