আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকায় দলে নিয়েছিল। সেই থেকেই কঠোর ডায়েট পালন করে চলছেন বাঁ-হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলের জন্য নিজেকে তৈরি করতে পাল্টাতে হয়েছে সম্পূর্ণ খাদ্যাভ্যাস।
বৈভবের ছোটবেলার কোচ মনীশ ওঝা জানিয়েছেন, 'ওকে মটন খেতে দেওয়া হয় না, নির্দেশ আছে। পিজ্জা বাদ দেওয়া হয়েছে ওর ডায়েট চার্ট থেকে। ও তো চিকেন আর মটন খেতে খুব ভালবাসে। আগে পিজ্জা খুব পছন্দ করত। এখন আর খায় না। ওকে যত মটন দেওয়া হত, শেষ করে দিত। তাই এখন একটু মোটা দেখায়। তবে নিলামে সুযোগ পাওয়ার পর থেকে কঠোর ডায়েটে আছে।'
তাঁর মতে, সূর্যবংশীর ব্যাটিংয়ে চোখে পড়ার মতো আগ্রাসন রয়েছে। মনীশ ওঝার কথায়, 'ওর মধ্যে যুবরাজ সিং ও ব্রায়ান লারার সংমিশ্রণ দেখতে পাই আমি। ওর আগ্রাসনটা যুবরাজের মতোই। বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের মতোই সাহসী ও আত্মবিশ্বাসী।'
প্রসঙ্গত,নামের পাশে মাত্র ৩৪ রান হলেও, রাজস্থান-লখনউ ম্যাচের নায়ক বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়। যেমন তেমন অভিষেক নয়। প্রথম বল থেকেই নিজের জাত চেনালেন।
আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেই একের পর এক বড় শট। যেটুকু সময় ক্রিজে ছিলেন, নির্ভীক মনোভাব নিয়ে ব্যাট করলেন। কোনও ভয়ডর নেই। তিনটে ছক্কা হাঁকান। মারেন দুটো চারও। ২০ বলে ৩৪ রান। স্ট্রাইক রেট ১৭০।
এককথায়, স্বপ্নের অভিষেক। কিন্তু আউট হওয়ার ধরনে চোখের জল ধরে রাখতে পারেননি। মার্করামের বলে স্ট্যাম্প হন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। তবে মানুষের মনে জায়গা করে নিলেন ১৪ বছরের সূর্যবংশী। একই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। বৈভবের ভবিষ্যতে কী আছে, সেটা সময়ই বলবে।
