আজকাল ওয়েবডেস্ক:‌ বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচ খেলেছিলেন। দুরন্ত শতরানও করেছিলেন। ৬ জানুয়ারি দিল্লির হয়ে আরও একটি ম্যাচ খেলার কথা ছিল কোহলির। কিন্তু বিরাট জানিয়েছেন, তিনি সেই ম্যাচ খেলছেন না। 


এর আগে রোহিতও মুম্বইয়ের হয়ে দুটি ম্যাচ খেলার পর আর খেলেননি। সেই পথে হাঁটলেন বিরাটও। ৬ জানুয়ারি দিল্লির খেলা রয়েছে রেলওয়েজের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বিরাট খেলবেন না বলে জানিয়েছেন।
এটা ঘটনা, ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ আগেই জানিয়েছিল, তারকা ক্রিকেটারদের অন্তত দুটি করে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে হবে। আর বিরাট ও রোহিত সেটা করেছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই বাকি ম্যাচ থেকে দুই তারকা নিজেদের সরিয়ে নিলেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে ১১ জানুয়ারি থেকে। সেই সিরিজে খেলতে যাবে রো–কো জুটিকে।


সূত্রের খবর ছিল, বিরাট হয়ত আর একটি ম্যাচ খেলবেন। কিন্তু এখন জানা গেল তিনি আর বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলবেন না। 


প্রসঙ্গত, দুটি ম্যাচের মধ্যে একটিতে শতরান ও অন্যটিতে অর্ধশতরান করেছিলেন বিরাট। আর রোহিত একটি ম্যাচে শতরান করেন এবং অপর ম্যাচে রান পাননি। এখন আসন্ন একদিনের সিরিজের দিকে তাকিয়ে বিরাট ও রোহিত। সেই সিরিজে বড় ইনিংস খেলতে চান দু’‌জনেই। 


এদিকে, সুস্থ হয়ে টি–২০ দলে ফিরেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রাখা হয়নি হার্দিক পাণ্ডিয়াকে।


বোর্ড সূত্রে জানা গেছে, হার্দিক এখনও টানা ১০ ওভার বল করার মতো জায়গায় নেই। আর সেই কারণেই তাঁকে ওয়ানডে দলে রাখা হয়নি। 


সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সেই দলে রাখা হয়নি হার্দিককে। যা নিয়ে শোরগোল পড়েছিল। যদিও বিসিসিআই জানিয়েছে, ফিটনেসের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্টার ফর এক্সেলেন্স থেকে হার্দিককে এখনও পুরো ১০ ওভার বল করার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া টি–২০ বিশ্বকাপে পাণ্ডিয়া যাতে ১০০ শতাংশ সুস্থ থাকতে পারেন সেই দিকটিও দেখা হয়েছে।


বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‌এখনও ম্যাচে ১০ ওভার বল করার মতো ফিটনেস নেই হার্দিকের। তাছাড়া সামনে টি–২০ বিশ্বকাপ রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌