আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহ যেন প্রতিষেধক, এক ধরনের ভ্যাকসিন, যা যে কোনও বোলিং দলের অসুস্থতা সারিয়ে তোলে।
দেশের প্রাক্তন পেসার বরুণ অ্যারন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার বুমরাহ সম্পর্কে কথাগুলো বলেছিলেন।
বুমরাহর একটা ওভার গুজরাট-মুম্বই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। মুম্বইয়ের বিশাল রান তাড়া করতে নেমে একসময়ে মনে হচ্ছিল ম্যাচ বুঝি জিতে যাবে গুজরাট। কিন্তু দুর্দান্ত এক ইয়র্কারে বুমরাহ ভেহে দেন সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দর জুটি।
বুমরাহকে নিয়ে উচ্ছ্বসিত আকাশ চোপড়াও। তিনি বুম বুম বুমরাহ সম্পর্কে বলেছেন, ''বুমরাহ আসলে ব্রহ্মাস্ত্র, জিনিয়াস। ওর মতো বোলার আর একজনও নেই। সৃষ্টিকর্তা কাউকেই বানাননি।''
সবার মতোই বুমরাহর প্রশংসা করেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও। তিনি বলেন, ''ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যেতে দেখলে আমি বুমরাহকে বোলিংয়ে আনি। বুমরার ওভার মুম্বইয়ের বাড়িগুলোর মতোই দামি।''
প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা টম মুডি আবার বাস্তব তুলে ধরে বলেছেন, ''বুমরার ওভার থেকে বেশি রান তোলা অসম্ভব না হলেও খুবই কঠিন। প্রতিপক্ষকে ২০ ওভারের ম্যাচ ১৬ ওভার ধরে নিয়ে খেলতে হয়।''
