আজকাল ওয়েবডেস্ক: মুম্বই-গুজরাট এলিমিনেটরে একের পর এক ঝামেলা। প্রথমে হ্যান্ডশেক বিতর্কে জড়ান হার্দিক পাণ্ডিয়া এবং শুভমন গিল। এবার প্রকাশ্যে এল যশপ্রীত বুমরা এবং রাহুল তেওয়াটিয়ার মধ্যে ঝামেলা। মুম্বই ২০ রানে জিতলেও এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চর্চা হয়। ঘটনাটি ১৮তম ওভারের। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বুমরার বোলিংয়ে বিশাল ছক্কা হাঁকান গুজরাটের বাঁ হাতি ব্যাটার। বিশ্বের একনম্বর বোলারের বিরুদ্ধে ম্যাচের এমন গুরুত্বপূর্ণ সময় এই শট প্রত্যাশা করেনি মুম্বই শিবির। কিন্তু পরের বলে রান পাননি। শেষ বলে লেগ বাই হয়। নন স্ট্রাইকার প্রান্তে যাওয়ার সময় বুমরাকে কিছু বলেন তেওয়াটিয়া। যাতে প্রচণ্ড চটে যায় ভারতীয় পেসার।
সাধারণত বাইশ গজে প্রচণ্ড সংগঠত বুমরা। তাঁকে মেজাজ হারাতে সচরাচর দেখা যায় না। কিন্তু শুক্রবার মাথা ঠাণ্ডা রাখতে পারেননি। স্ট্যাম্প মাইকে দু'জনের কথোপকথন ধরা পড়ে। বুমরাকে বলতে শোনা যায়, 'আমাকে বলো না।' তাতেই বুঝিয়ে দেন, তেওয়াটিয়ার মন্তব্য ব্যক্তিগতভাবে নিয়েছেন তিনি। তার জবাবে পাল্টা গুজরাটের ব্যাটার বলেন, 'আমি তোমাকে কিছু বলছি না। আমি নিজেকে বলছি।' এই ঘটনা এখানেই শেষ হয়ে যায়। কেউই বিষয়টিকে বিশেষ পাত্তা দেয়নি বা দীর্ঘায়িত করেনি। কিন্তু বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজর এড়ায়নি। নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। বুমরাকে মেজাজ হারাতে দেখে অবাক হয়ে যায় তাঁর ফ্যানরা। তবে একটাই স্বস্তি, বেশিদূর জল গড়ায়নি।
