বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনীকে নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক সময় তিনি এমন একটি বাড়িতে থাকতেন যা ছিল আক্ষরিক অর্থেই 'ভুতুড়ে'। সেই বাড়িতে কাটানো প্রতিটি রাত তাঁর জন্য ছিল বিভীষিকার মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমা নিজেই তাঁর জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
2
5
বর্ষীয়ান অভিনেত্রী জানান, কেরিয়ারের শুরুর দিকে হেমা মালিনী এবং তাঁর পরিবার মুম্বইয়ের জুহু এলাকায় একটি বাংলো ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে পা রাখার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। হেমা জানান, সেই বাড়িতে ঢোকার পর থেকেই তিনি এক মুহূর্তের জন্যও শান্তি পেতেন না। প্রতি রাতে তাঁর মনে হতো কেউ যেন তাঁকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে।
3
5
হেমা মালিনীর কথায়, "আমি যখনই ঘুমানোর চেষ্টা করতাম, মনে হত অদৃশ্য কোনও শক্তি আমার গলা টিপে ধরছে। আমি নিশ্বাস নিতে পারতাম না, ছটফট করতাম। প্রতি রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত।" আশ্চর্যের বিষয় হল, এই অনুভূতি কেবল তাঁরই হত। তাঁর মা-বাবা পাশের ঘরে থাকলেও তাঁরা কিছু টের পেতেন না। কিন্তু হেমা প্রতি রাতে এক অজানা আতঙ্কে সিঁটিয়ে থাকতেন।
4
5
টানা কয়েকদিন এই অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর হেমা মালিনী সিদ্ধান্ত নেন যে তিনি আর ওই বাড়িতে থাকবেন না। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁর পরিবার দ্রুত সেই বাংলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীকালে তিনি জানতে পারেন যে ওই বাড়িটি নিয়ে আগে থেকেই নানা ভৌতিক কাণ্ডের কথা প্রচলিত ছিল।
5
5
পর্দার 'ড্রিম গার্ল'-এর জীবনের এই ভয়ঙ্কর অধ্যায়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অভিনেত্রীকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে জেনে তাঁর অনুরাগীরা রীতিমতো অবাক। বর্তমানে তিনি মুম্বইয়ের একটি বিলাসবহুল বাংলোয় থাকলেও, সেই পুরনো ভুতুড়ে বাড়ির স্মৃতি আজও তাঁকে মাঝে মাঝে তাড়া করে বেড়ায়।