উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। রবিবার সকাল থেকে কার্যত ঠকঠক করে কাঁপছে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা। ভোরের দিকে ঘন কুয়াশার দাপটে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন। রবিবার শহরের তাপমাত্রা ১২ ডিগ্রি থাকলে রবিবার তা একলাফে কমেছে প্রায় ৪ ডিগ্রি।
2
6
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা হয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের প্রকোপ বজায় থাকবে। আরও খানিকটা নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস।
3
6
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বেলা বাড়বে কুয়াশা কিছুটা কমলেও রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা কম। দিনের বেশিরভাগ সময়ই শীত অনুভূত হবে, সঙ্গে উত্তুরে হাওয়া বইবে।
4
6
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যজুড়ে শীত অনুভূত হলেও ৯টি জেলায় ঝোড়ো ব্যাটিং চলবে। এই তালিকায় উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে পারে এই জেলাগুলিতে।
5
6
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে তারপরের তিন থেকে চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত থাকলেও তার কোনও প্রভাব পড়ছে না বঙ্গে।
6
6
সোমবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক-বিধাননগর চত্বরে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর চত্বরে ভোরের দিকে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে তাপমাত্রার পারদ।