পাঞ্জাবি সঙ্গীত দুনিয়া-বিনোদন দুনিয়ার পাশাপাশি বলিপাড়ার অন্যতম পরিচিত মুখ দিলজিৎ দোসাঞ্জ-এর আজ জন্মদিন। উইকিপেডিয়া বলছে শিল্পী ছুঁলেন ৪১-এর চৌকাঠ। চার্টবাস্টার গান, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য ও জনপ্রিয় ছবির পাশাপাশি দিলজিতের কেরিয়ারের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক বিতর্কও। জন্মদিনে ফিরে দেখা যাক সেই বিতর্কগুলির দিকে, যেগুলি নানা সময়ে তাঁকে শিরোনামে এনে দিয়েছে।
2
10
সবচেয়ে সাম্প্রতিক আলোচনায় ছিল ‘সর্দারজি ৩’। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করার সিদ্ধান্ত ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন দিলজিৎ। বিশেষ করে ভারত–পাকিস্তান সম্পর্ক যখন উত্তপ্ত, সেই সময় ট্রেলারে হানিয়ার উপস্থিতি অনেকেরই আপত্তির কারণ হয়। সমালোচকেরা হানিয়ার অতীতে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গও তোলেন।
3
10
এর আগে বিতর্কে জড়ায় দিলজিত ও হানি সিং জুটির গান ‘১৫ সাল’। গানের কথায় কিশোরীদের মাদক ও মদ্যপানের প্রসঙ্গ থাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। দিলজিৎ দাবি করেছিলেন, গানটির সামাজিক বার্তা রয়েছে। কিন্তু প্রবল জনরোষের জেরে শেষ পর্যন্ত গানটির মুক্তিই বাতিল করতে হয়।
4
10
মদ্যপান-সংক্রান্ত গান নিয়েও বারবার সমস্যায় পড়েছেন তিনি। তেলেঙ্গানায় দিল-লুমিনাটি কনসার্টের ঠিক আগে রাজ্য সরকারের তরফে আইনি নোটিস পাঠানো হয়, যেখানে অ্যালকোহল থিমযুক্ত কোনও গান পরিবেশন না করার নির্দেশ দেওয়া হয়।
5
10
২০২৩ সালে আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য পেলেও বিতর্ক এড়াতে পারেননি দিলজিৎ। কোচেল্লা মিউজিক ফেস্টিভ্যালে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে পারফর্ম করেন তিনি। কিন্তু পারফরম্যান্স চলাকালীন দর্শকদের একজনকে ভারতীয় পতাকা নামাতে অনুরোধ করায় তাঁকে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মুখে পড়তে হয়। পরে দিলজিৎ স্পষ্ট করেন, তাঁর উদ্দেশ্য ছিল বিশ্বমঞ্চে ঐক্যের বার্তা দেওয়া, দেশের প্রতি কোনও অসম্মান নয়।
6
10
ভারতে তাঁর দিল-লুমিনাটি ট্যুর ব্যাপক সাফল্য পেলেও, অতিরিক্ত টিকিটমূল্য ও টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি এতটাই গড়ায় যে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
7
10
এছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে উঠে এসেছে ইলুমিনাটি যোগসূত্রের গুজব। কনসার্টের নাম ও মঞ্চে ত্রিভুজাকৃতির হাতের ভঙ্গি ঘিরে নানা জল্পনা তৈরি হয়। তবে দিলজিৎ বারবারই এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
8
10
ভাষা নিয়েও বিতর্কে জড়ান শিল্পী। আরও ভাল করে বললে, পাঞ্জাব শব্দটি নিয়ে। চণ্ডীগড় কনসার্টের প্রচারে সোশ্যাল মিডিয়ায় ‘Punjab’ না লিখে ‘Panjab’ লেখায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে দিলজিৎ ব্যাখ্যা দেন, ‘পাঞ্জাব’ শব্দের অর্থই পাঁচ নদীর দেশ। এর সঙ্গে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই।
9
10
সবচেয়ে দীর্ঘস্থায়ী জটিলতা তৈরি করেছে দিলজিতের ছবি ‘পাঞ্জাব ৯৫’। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবন অবলম্বনে তৈরি এই ছবি রাজনৈতিক সংবেদনশীলতার কারণে বারবার আটকে গিয়েছে। সেন্সর বোর্ড ছবিটিতে ১২৭টি কাটের নির্দেশ দেওয়ায় মুক্তি এখনও অনিশ্চিত।
10
10
গান, সিনেমা ও বিতর্ক। সব মিলিয়ে দিলজিৎ দোসাঞ্জ এমন এক শিল্পী, যাঁর কেরিয়ার কেবল সাফল্যের গল্প নয়, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা নানা বিতর্কের সাক্ষীও। জন্মদিনে তাঁর জনপ্রিয়তা যেমন অটুট, তেমনই তাঁকে ঘিরে আলোচনার ঝাঁজও কম নয়।