আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মুল্লানপুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন গ্যালারিতে একটি পোস্টার চোখে পড়ে। কমলা শাড়ি পরিহিত একজন মহিলার হাতে জ্বলজ্বল করছিল সেই পোস্টার। তার লেখা দেখে ভিরমি খেতে হবে। পোস্টারে লেখা, আরসিবি যদি ফাইনালে না জেতে, তাহলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্টার। ম্যাচ চলাকালীন টিভির পর্দায় দেখা যায় এই মহিলাকে। হলুদ চার্ট পেপারে লাল এবং নীল কালিতে লেখা পোস্টার। তার নীচে কিং কোহলির হ্যাশট্যাগ। বেঙ্গালুরুর এই মহিলা ভক্তের কাণ্ডে হৈচৈ পড়ে যায়। ফ্যানদের বহু উন্মাদনা দেখা যায়। কিন্তু তাই বলে সরাসরি বিবাহবিচ্ছেদ! এই ঘটনা বোধহয় আগে ঘটেনি। অবশ্য অনেকেই এই বিষয়টিকে ভালভাবে নেয়নি। কোহলিদের আইপিএল না জেতার সঙ্গে তাঁর সংসার ভাঙার ঘটনাকে মেলাতে পারছে না কেউই। মনে করা হচ্ছে, অতিরিক্ত উৎসাহের কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

এবার আইপিএল জেতার সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুর। অন্তত আইপিএলের ইতিহাস এবং পরিসংখ্যান কোহলিদের এগিয়ে রাখছে। বর্তমান প্লে অফ ফরম্যাট অনুযায়ী, লিগ পর্বের শেষে প্রথম দুই দল ফাইনালে যাওয়ার দুটো সুযোগ পায়। ইতিহাস বলছে প্রথম কোয়ালিফায়ার জেতা দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ২০১১ সাল থেকে ১৪টির মধ্যে ১১বার আইপিএল জিতেছে সরাসরি ফাইনালের যোগ্যতাঅর্জন করা দল। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত প্রথম কোয়ালিফায়ার জেতা দলই চ্যাম্পিয়ন হয়েছে। এই তালিকায় রয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং কেকেআর। এবারও কোহলিরা প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছে। সুতরাং, ট্রেন্ড অনুযায়ী আইপিএল জেতার সম্ভাবনা বেশি আরসিবিরই‌।