আজকাল ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত আইপিএলে পাঞ্জাব কিংসের সেরা পারফর্মারদের মধ্যে নিঃসন্দেহে জায়গা পাবেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী স্পিনার। মেগা নিলামে ১৮ কোটিতে তাঁকে কেনে পাঞ্জাব। ১৩ ইনিংসে ১৬ উইকেট তুলে নেন যুজি। তারমধ্যে দু'বার চার উইকেট পান। কিন্তু লিগের শেষ পর্বে আঙুলের চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি। ১৮ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার পর সরাসরি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলেন চাহাল। ফাইনালেও খেলেন। এবার একটি রহস্য ফাঁস করলেন আরজে মাহভেশ। তারকা স্পিনারের তথাকথিত বান্ধবী জানান, আইপিএলের দ্বিতীয় ম্যাচেই চাহালের পাঁজরের হাড় ভেঙে যায়। যা নিয়ে তিনি খেলা চালিয়ে যান। পরে হাতের আঙুল ভাঙে। 

ইনস্টাগ্রামে একটি পোস্টে মাহভেশ লেখেন, 'ওরা লড়াই করেছে, টিকে থেকেছে, শেষ ম্যাচ পর্যন্ত খেলেছে। চাহালের জন্য বিশেষ বার্তা রইল। অনেকেই জানে না যে দ্বিতীয় ম্যাচে ওর পাঁজরের হাড় ভেঙে যায়। তারপর ওর হাতের আঙুলে চিড় ধরে। ও তিনটে ফ্র্যাকচার নিয়ে গোটা আইপিএল খেলেছে। আমরা সবাই ওকে যন্ত্রণায় কাতরাতে, কাঁদতে দেখেছি। তবে হাল ছাড়তে দেখিনি। তোমার মধ্যে যোদ্ধার মানসিকতা আছে যুজি। দল শেষ বল পর্যন্ত লড়াই করেছে। এবছর এই দলের সমর্থক হওয়া গর্বের। তোমরা ভাল খেলেছো। সবাই আমার হৃদয় জয় করে নিয়েছে। আবার পরের বছর দেখা হবে। আইপিএল জেতার জন্য আরসিবিকে অভিনন্দন। সবাই কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেট এবং আইপিএল, ভারতীয়দের জন্য একটা উৎসব।' ফাইনালেও চাহালকে শুধু বোলিং আর্ম ব্যবহার করতে দেখা যায়। আরেকটা হাত আলগা রাখেন। সেলিব্রেশনের সময়ও সতর্কতা অবলম্বন করতে দেখা যায় তারকা স্পিনারকে। ভাবা হয়েছিল, আঙুলের চোটের জন্য সতর্কতা জারি করছেন চাহাল। কিন্তু আরজে মাহভেশের পোস্টে উঠে এল চমকে দেওয়ার মতো ঘটনা।