প্রবল শীত। জুবুথুবু অবস্থা জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, ১৮৯৯ সালে ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে ৬ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
2
7
হাওয়া অফিসের আশঙ্কা, আরও কমতে পারে একাধিক জেলার তাপমাত্রা। তালিকায় বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা। জেলায় জেলায় আগামী কয়েকদিনের পারদ পতন, কুয়াশার কারণে জারি হলুদ, কমলা সতর্কতা।
3
7
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকালের দিকে প্রবল কুয়াশার সম্ভাবনা আগামী কয়েকদিনে। মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম এবং উত্তর ২৪ পরগনার জায়গায় জায়গায় কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে (১৯৯-৫০ মিটার)। বীরভূম এবং পূর্ব বর্ধমানে আগামিকাল তুমুল শীত এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
4
7
এছাড়া হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আরও শীতল হবে আগামিকাল। বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীতের সম্ভাবনা। ঘন কুয়াশা থাকবে সকালের দিকে। বৃহস্পতিবারেও বীরভূম এবং পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহ জারি থাকবে। দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা শীতল থাকবে অন্যান্য জেলার তুলনায়।
5
7
শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা। শৈত্যপ্রবাহের সম্ভাবনা বীরভূমে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়ায় জাঁকিয়ে শীতে পড়ার পূর্বাভাস।
6
7
হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে নতুন নিম্নচাপ। তবে এই নিম্নচাপ বাংলা থেকে বহুদূরে রয়েছে। এই নিম্নচাপ স্থলভাগ থেকে শীতল বাতাস টেনে নিচ্ছে। এই শীতল বাতাস উত্তরবঙ্গ ও সিকিমে তুষারপাত হওয়া অঞ্চল ছুঁয়ে, স্থলভাগে প্রবেশ করছে। সেই হাওয়াই রাজ্যের উপর দিয়ে হু হু করে বয়ে যাওয়ায় শীতের কামড় এত ভয়াবহ হচ্ছে।
7
7
এই মূহূর্তে ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে বিস্তৃত। এটি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।