আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় স্কোয়াডে নেই হার্দিক পাণ্ডিয়া। বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্স এখনও পাণ্ডিয়াকে সবুজ সঙ্কেত দেয়নি। দশ ওভার বল করার মতো ফিটনেস নেই হার্দিকের। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিককে কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি। 

পাণ্ডিয়ার পরিবর্তে নীতীশ কুমার রেড্ডিকে স্কোয়াডে রাখা হয়েছে। নীতীশ রেড্ডিকে স্কোয়াডে নেওয়া মেনে নিতে পারেননি তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। দেশের প্রাক্তন ওপেনার বলেন, ''নীতীশ কুমার রেড্ডি অলরাউন্ডার হিসেবে কী এমন করেছে? ওকে মোটেও বল করতে দেওয়া হবে না। বল দিলে ওকে সবাই মারবে। এই সিদ্ধান্তের পিছনে লজিক কী, তা আমার জানা নেই। হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত কীভাবে হতে পারে নীতীশ রেড্ডি? প্রথম একাদশে হার্দিক পাণ্ডিয়া কেবল বোলার বা ব্যাটার বা ফিল্ডার হিসেবে খেলতে পারে।'' 

শ্রীকান্ত আরও বলেন, ''নীতীশ কুমার কি একজন বোলার হিসেবে দলে ঢুকতে পারে? নাগাড়ে তিন বা চার ওভার কি নীতীশকে দেওয়া যায়?'' 

ভারতের প্রাক্তন ওপেনারের মতে, জাতীয় দলে নীতীশের জায়গা নেই। হার্দিকের বিকল্প হিসেবে তো নয়ই। 

উল্লেখ্য, নীতীশ কুমার রেড্ডি দেশের জার্সিতে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩৯৬ রানের পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন। দুটো ওয়ানডে খেলে ২৭ রান করেন রেড্ডি। হাত ঘুরিয়ে কোনও উইকেট পাননি। চারটি টি-টোয়েন্টিতে নীতীশ রেড্ডি ৯০ রানের বিনিময়ে তিন-তিনটি উইকেট নেন।