আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব পুলিশ একটি আন্তর্জাতিক হাওয়ালা-মাদকচক্র ভেঙে দিয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন কর্মরত পুলিশ কনস্টেবলও রয়েছেন। উদ্ধার হয়েছে মোট ৪৬.৯১ লাখ টাকা নগদ।

ধৃত কনস্টেবলের নাম নভজ্যোত সিংহ, যিনি লুধিয়ানার এক ডিএসপি-র সঙ্গে কর্মরত ছিলেন। তিনি চক্রে কুরিয়ারের কাজ করতেন এবং তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে ৪০.৯১ লাখ টাকা। তদন্তে জানা গিয়েছে, এই টাকা দুবাইয়ের মাধ্যমে পাচার হচ্ছিল এবং চক্রটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক গোপি চাগাওয়ান ও জোবান কালার পরিচালনা করছিলেন।

চেহারতা থানায় NDPS আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে এবং আর্থিক লেনদেনের সূত্র ধরে চক্রটির আরও যোগসূত্র খোঁজা হচ্ছে।

এদিকে, এক পৃথক অভিযানে রবিবার পাঞ্জাব পুলিশ একটি সম্ভাব্য জঙ্গি হামলা রুখে দেয় এবং হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত ৯১ লাখ টাকা উদ্ধার করে। ফিরোজপুরে দু’জন বিস্ফোরক সহ ধরা পড়ে এবং অমৃতসরে একজনকে গ্রেপ্তার করা হয় মাদক-হাওয়ালা চক্রের টাকার যোগসূত্রে। জালন্ধরের কাছেও গোপন সূত্রে বিস্ফোরক উদ্ধার হয়েছে।

সাম্প্রতিক গ্রেনেড হামলার ঘটনার পর রাজ্যজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।