বিয়ে হতে না হতেই বিচ্ছেদ! কী কারণে আজও গুমড়ে মরেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী?
নিজস্ব সংবাদদাতা
১৩ জানুয়ারি ২০২৬ ১৭ : ৩৪
শেয়ার করুন
1
5
গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার সময়ের কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রেশমি দেশাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘ আট বছর ধরে মানসিক অবসাদের (ডিপ্রেশন) সঙ্গে লড়াই করেছেন তিনি।
2
5
তাঁর কথায়, সেই দীর্ঘ সময় তিনি মনের ভিতর এক বিশাল ‘বোঝা’ বয়ে বেড়িয়েছেন, যা থেকে বেরিয়ে আসা তাঁর জন্য মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই দীর্ঘ লড়াইয়ের পর তিনি এখন অনেকটাই স্থিতিশীল।
3
5
নিজের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রেশমি বলেন, "আমি টানা আট বছর ডিপ্রেশনে ছিলাম। সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন। অনেক না বলা কথা আর মানসিক চাপ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। কিন্তু আজ আমি সেই পর্যায়টা কাটিয়ে উঠতে পেরেছি এবং নতুন করে পথ চলা শুরু করেছি।"
4
5
কাজের মাধ্যমেই নিজেকে ফিরে পেয়েছেন রেশমি। তিনি মনে করেন, কর্মক্ষেত্রই ছিল তাঁর আসল নিরাময় কেন্দ্র। অভিনেত্রী বলেন, "কাজ আমাকে শান্তি দেয়। একটা সময় আমি বুঝতে পেরেছিলাম যে অভিনয়ই আমার পালানোর পথ, যেখানে আমি নিজেকে খুঁজে পাই। এখন আমি ব্যক্তিগত জীবন আর পেশাদার জগতের মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি।"
5
5
রেশমির ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় চর্চা হয়েছে। ২০১২ সালে সহ-অভিনেতা নন্দিশ সিং সান্ধুর সঙ্গে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু তিন বছরের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটে। রেশমির এই স্বীকারোক্তি বর্তমানে সমাজমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।