হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের মালদা জেলার এক-দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে মঙ্গলবার। রাজ্যের এক-দু’টি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে রাজ্যের অন্যান্য অংশে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
3
6
আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের এক-দু’টি জায়গায় স্বাভাবিকের নিচে রয়েছে বলে জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে তা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় এবং দক্ষিণবঙ্গের এক-দু’টি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
4
6
মঙ্গলবার রাজ্যের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে।
5
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কম হতে পারে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
6
6
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে আরও কিছুটা নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে।