দৃক পঞ্চাঙ্গ মতে, মকর সংক্রান্তি অর্থাৎ ১৪ জানুয়ারি, বুধবার তৈরি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। এই শক্তিশালী যোগের কারণে বিপুল ভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকেরা। উপচে পড়বে সুখ, সমৃদ্ধি, চড়বেন টাকার পাহাড়ে। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এর ঠিক একদিন আগেই অর্থাৎ ১৩ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করেছে শুক্র। ফলে মকর সংক্রান্তির দিন শুক্র এবং সূর্য, দুই গ্রহই মকর রাশিতে জুটি বাঁধবে। কারা এর কারণে লাভবান হবে জেনে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
বৃষ: শুক্রাদিত্য রাজযোগের কারণে লাভবান হবেন বৃষ রাশির জাতকেরা। এই সময় ভাগ্য সম্পূর্ণ আপনার সহায় থাকবে। এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন সেটার সুফল ভোগ করবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
আয়ের নতুন উৎস তৈরি হবে। ফলে বাড়বে উপার্জন। পরিবারে শান্তির বাতাবরণ থাকবে। কাজ বা ব্যবসার কারণে বিদেশে যেতে পারেন। চাকরি করেন যাঁরা, তাঁদের পদোন্নতির যোগ রয়েছে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
মকর: মকর রাশিতে যেহেতু এই যোগ তৈরি হচ্ছে তাই শুক্রাদিত্য রাজযোগ এই রাশির জাতকদের জন্য দারুণ লাভবান হবে। আত্মবিশ্বাস বাড়বে। ফলে সঠিক সিদ্ধান্ত নেবেন, যা আখেরে আপনার জন্য ভাল হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
যাঁরা ব্যবসা করেন তাঁদের ব্যবসা এই সময় হুহু করে বাড়বে। বিপুল লাভ হবে যেমন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। জীবনসঙ্গী উন্নতি করতে পারেন, বা তার থেকে কোনও সুখবর। পেতে পারেন। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
মেষ: শুভ সংকেত নিয়ে আসবে এই রাজযোগ। যাঁরা দীর্ঘদিন বেকার বা নতুন চাকরি খুঁজছেন এই সময় তাঁরা চাকরি পাবেন। পদোন্নতি হওয়ার পাশাপাশি দায়িত্ব বাড়তে পারে। মোদ্দাকথায় কেরিয়ারে উন্নতি করবেন। বেতন বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
বসের বা উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য পাবেন। এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন তার সুফল ভোগ করবেন। যাঁরা ব্যবসায়ী তাঁরা ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। লাভের মুখ দেখবেন। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ছবি- এআই দ্বারা নির্মিত