আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্চ মাসের ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শ্রেয়স। এবারের প্রতিযোগিতায় তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে। শ্রেয়স পাঁচ ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরিসহ মোট ২৪৩ রান করেন, যার গড় ছিল ৪৮.৬।

 

মার্চ মাসে জাতীয় দলের হয়ে তিন ম্যাচে ৫৭.৩৩ গড়ে এবং ৭৭.৪৭ স্ট্রাইক রেটে ১৭২ রান করেন শ্রেয়স। তবে ভারতের তারকা ব্যাটারের পাশাপাশি নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিও মনোনীত হয়েছেন এই পুরস্কারের দৌড়ে। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং করেন ডাফি। গোটা সিরিজে তিনি ১৩টি উইকেট তুলে নেন মাত্র ৮.৩৮ গড়ে এবং ৬.১৭ ইকোনমি রেটে।

 

সিরিজে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয় পায়। এই পারফরম্যান্সের ফলে ডাফি টি-২০ বোলারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওডিআইতেও দু’উইকেট তুলে নেন ডাফি। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র মার্চ মাসেই তিনি ১৫টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, রাচিন রবীন্দ্রও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেন।

 

মার্চে তিনটি ওয়ানডেতে তিনি ৫০.৩৩ গড়ে ১৫১ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১০৬.৩৩। পাশাপাশি বল হাতে ৩টি উইকেটও নেন ৪.৬৬ ইকোনমি রেটে। উল্লেখ্য, চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার অসাধারণ শুরু করেছেন। তিনটি ম্যাচের মধ্যে পাঞ্জাব জিতেছে দুটি ম্যাচ। এই সময়ে তিনি ১৫৯ রান করেছেন মাত্র ৩ ম্যাচে, যার গড় ১৫৯ এবং স্ট্রাইক রেট ২০৬.৪৯।