আজকাল ওয়েবডেস্ক: শততম খেতাব জয়ের হাতছানি ছিল। দিনান্তে প্রতীক্ষা বাড়ল নোভাক জকোভিচের। মায়ামি ওপেনে রূপকথা লিখলেন ইয়াকুব মেনসিক। ফাইনালে হারিয়ে দিলেন নোভাক জকোভিচ নামের মহাতারকাকে।
সেই সঙ্গে ইতিহাস গড়লেন চেক প্রজাতন্ত্রের তরুণ তারকা। এটাই মেনসিকের প্রথম খেতাব। মায়ামি মাস্টার্সে তাঁর র্যাঙ্কিং ছিল ৫৪। পঞ্চাশের বেশি র্যাঙ্কিংয়ে থাকা তরুণ খেলোয়াড় ফাইনাল জিতে টিম মায়োটের রেকর্ড ভাঙলেন। ১৯৮৫ সালে মায়ামি ওপেনের প্রথম বছর মায়োট চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর র্যাঙ্কিং ছিল ৪৬।
ফাইনালে মেনসিক ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) গেমে জেতেন। জকোভিচকেই তিনি আইডল মনে করতেন। ছ'বারের মায়ামি ওপেন চ্যাম্পিয়নকে হারালেন মেনসিক। রবিবার স্থানীয় সময় বেলা তিনটেয় বল গড়ানোর কথাছিল ফাইনালের। কিন্তু রাত ৮টা ৩৭ মিনিটে শুরু হয় ফাইনাল।
মেনসিকের বয়স যখন ১০ মাস, তখন প্রথম খেতাব জেতেন জোকার। মেনসিক যখন দুই, তখন প্রথম মায়ামি ওপেন জিতেছিলেন সার্বিয়ান তারকা। ফাইনালের দুই প্রতিপক্ষের বয়সের পার্থক্য ১৮ বছর ১০২ দিন। সেও এক রেকর্ড। রেকর্ড গড়ার ফাইনালে রেকর্ড গড়েই জিতলেন মেনসিক।
