নিজস্ব সংবাদদাতা: নতুন পরিচালক হিসাবে একই বছরে পরপর দুটি ছবি মুক্তি কম কথা নয়। আর সেটাই করে দেখিয়েছিলেন মানসী সিনহা। দুর্দান্ত সাফল্য পেয়েছে তাঁর তৈরি প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। পাশাপাশি দ্বিতীয়টি '৫ নম্বর স্বপ্নময় লেন'ও দর্শকের মন কেড়েছে। আর এবার তিনি নিয়ে আসছেন তাঁর তৃতীয় পরিচালনা 'আয়না মানুষ' নিয়ে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।
সোহিনী সরকার ছাড়াও ছবিতে থাকবেন অনামিকা সাহা, বিশ্বনাথ বসুকে। ছবিতে বাড়িতে বাড়িতে রান্নার কাজ করতে দেখা যাবে সোহিনী সরকারকে। আর সোহিনীর শাশুড়ির চরিত্রে অনামিকা সাহা।
সূত্রের খবর, এই গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়কে। ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কেমন, তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। একের পর এক ছবি, সিরিজে নানা চরিত্রে দর্শকের মন জয় করেছেন অনুজয়। তাঁর অভিনীত ইতিবাচক থেকে নেতিবাচক এমনকী ধূসর চরিত্রও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে।
মানসী সিনহার নতুন গল্পে উঠে আসবে ছাপোষা জীবনধারা। সমাজের এমন কিছু ঘটনা এই ছবির গল্পে ফুটবে, যা সবার চোখের সামনে থাকলেও অছিলায় এড়িয়ে যাওয়া হয় রোজ।
জানা যাচ্ছে, এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুতে শুটিং ফ্লোরে যাবে ছবিটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা 'আয়না মানুষ'-এর।
