আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের প্রভাব আইসিসি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে পড়েছে। দুই ফাইনালিস্ট দলের তারকারা ক্রমতালিকায় এগিয়েছে। তারমধ্যে রয়েছে একাধিক টিম ইন্ডিয়ার তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাবাহিকতা অব্যাহত রেখে সিংহাসন দখলে রেখেছেন শুভমন গিল। ফাইনালে ভাল খেলার পুরস্কার পান রোহিত শর্মা। দু'ধাপ এগিয়ে তিন নম্বরে চলে এসেছেন ভারত অধিনায়ক। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রান করে ম্যাচের সেরা হন হিটম্যান। টুর্নামেন্টে ২১৮ রান করে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি। বর্তমানে পঞ্চম স্থানে আছেন। 

নিউজিল্যান্ডের টপ অর্ডারেরও ব্যাটিংয়ে উত্থান হয়েছে। একধাপ এগিয়ে ছয় নম্বরে চলে এসেছেন ড্যারেল মিচেল। ১৪ ধাপ ওপরে উঠে ১৪ নম্বরে রাচিন রবীন্দ্র। প্রথম ২৫ এ জায়গা পান গ্লেন ফিলিপসও। বোলিং বিভাগে সবচেয়ে উল্লেখযোগ্য উত্থান মিচেল স্যান্টনারের। ফাইনালে জোড়া উইকেট সহ টুর্নামেন্টে ৯ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে দ্বিতীয় স্থান দখল করেন কিউয়ি অধিনায়ক। শ্রীলঙ্কার মহেশ থিকসানার পেছনেই আছেন তিনি। দশ ধাপ এগিয়ে ১৮ নম্বরে মাইকেল ব্রেসওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফির রেজাল্টের ভিত্তিতে ভারতীয় স্পিনারদেরও উত্থান হয়েছে। সাত উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন কুলদীপ যাদব। দশ নম্বরে রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডারদের মধ্যে একনম্বর স্থান ধরে রেখেছেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে আফগান তারকার ওপর চাপ বাড়ছে। স্যান্টনার চারে উঠে এসেছে, ব্রেসওয়েল সাতে এবং রবীন্দ্র জাদেজা আটে। চ্যাম্পিয়ন্স ট্রফির রেজাল্টের ভিত্তিতে উত্থান দুই ভারত, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের।