আজকাল ওয়েবডেস্ক: আচমকাই বিকট আওয়াজে কেপে উঠল জার্মানির বার্লিন শহরের একটি এলাকা। ইতিমধ্যে সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। জেনে  নিন  কি এমন হয়েছে ওই এলাকায়…


ভাইরাল ভিভিওতে বহুতলের টপ ফ্লোরের জানলার সামনে একটি ওয়াশিং মেশিন  দেখা যাচ্ছে।  ভিডিওটি ২৪ সেকেন্ডের । এরপর ভিডিওর একদম শেষে ওয়াশিং
মেশিনটিকে আচমকাই বহুতলের জানলা থেকে পড়ে যেতে দেখা যায়। তাতেই জোরাল আওয়াজ তৈরি হয়। কেপে ওঠে গোটা এলাকা।

ভিডিওটি ভালো করে নজর দিলে মনে হবে যেন, ওই অ্যাপার্টমেন্ট সদস্যরা ওয়াশিং মেশিনটিকে জানলার কাছেপিঠে কোথাও একটা রাখার চেষ্টা করেছিলেন। সেই সময়ই সামান্য অসাবধান হতেই সেটি পড়ে যায় রাস্তায়। এরপর টুকরো টুকরো হয়ে যায় ওই  ওয়াশিং মেশিনটি।

এই ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট হওয়া  মাত্রই তা নিমিষে ছড়িয়ে পড়ে। এক মিলিয়নেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছে। কমেন্টে মজার মজার প্রতিক্রিয়া দিয়েছে নেটিজেনরা।

 এক ব্যক্তি লিখেছেন, 'অ্যাপার্টমেন্ট খালি করতে এই কাণ্ড'। অন্য আরেক ব্যাক্তি লিখেছেন,'তাঁর দেখা সপ্তাহের সেরা ভিডিও'। তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, 'কার্টুন দেখার অতিরিক্ত ফল'।