আজকাল ওয়েবডেস্ক: শনিবার নাইটস মেইন ইভেন্টে আবেগঘন এক রাতের সাক্ষী থাকল WWE। প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে রিংয়ে শাসন করে অবশেষে অবসর নিলেন তারকা রেসলার জন সিনা।

অবশ্য স্যাটারডে নাইটস ইভেন্টে শনিবার রাতে গান্থারের বিপক্ষে পরাজয়ের পর আইকনিক WWE কেরিয়ারে ইতি টানলেন তিনি।

কঠিন লড়াইয়ে ‘রিং জেনারেল’ গান্থারের স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হন ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন সিনা। গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনও ম্যাচে ট্যাপ আউট করলেন তিনি।

জন সিনার কেরিয়ারের শেষ ম্যাচে প্রিয় বক্সারের ছিটকে যাওয়ার পর দর্শকদের মধ্যে ক্ষোভ এবং হতাশাও তৈরি হয়েছিল। কিন্তু জন সিনা ম্যাচের শেষে বক্তব্য রাখেন, দর্শকদের মুখেও হাসি ফোটে। 

ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত এই বিশেষ রাতে সিনার কেরিয়ার উদযাপন করতে রিংসাইডে উপস্থিত ছিলেন তাঁর একাধিক বিখ্যাত প্রতিদ্বন্দ্বী কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি ও রব ভ্যান ড্যাম।

তাঁদের সঙ্গে ছিলেন WWE হল অফ ফেমের সদস্য মিশেল ম্যাকুল ও ট্রিশ স্ট্র্যাটাস। এছাড়াও দ্য রক, কেইন সহ একাধিক WWE কিংবদন্তি জন সিনার শেষ ম্যাচের আগে শুভেচ্ছাবার্তা পাঠান।

ম্যাচের শুরুতে গান্থার রিংয়ে প্রবেশ করতেই দর্শকরা তাঁকে ব্যাপক ব্যঙ্গ করেন। এরপর সিনার আইকনিক থিম সং বাজতেই গোটা এরিনা ফেটে পড়ে উচ্ছ্বাসে।

প্রাক্তন প্রতিদ্বন্দ্বীদের অভিবাদনের মধ্য দিয়ে রিংয়ে আসেন সিনা। ম্যাচের বড় অংশজুড়ে গান্থারই আধিপত্য বজায় রাখেন। সিনা মাঝেমধ্যে ফাইভ নকল শাফল ও STF দিয়ে কামব্যাকের চেষ্টা করলেও গান্থার দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে নেন নিজের দখলে।

তবে জন সিনা ফের ম্যাচে ফিরে এসে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করলেও গান্থার দুই কাউন্টে কিক আউট করেন এবং স্লিপার হোল্ডে প্রায় সিনাকে অজ্ঞান করে ফেলেন।

ম্যাচের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয় যখন স্টিল স্টেপস ও অ্যানাউন্সার টেবিল জড়িয়ে পড়েন। সিনা টেবিলের ওপর দিয়ে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে ম্যাচে গতি ফেরালেও গান্থার আবারও কিক আউট করেন।

দর্শকরা তখন ‘ইউ স্টিল গট ইট’ ধ্বনি দিতে থাকেন। শেষ পর্যন্ত গান্থার তাঁর শক্তি ও কৌশলের পরিচয় দিয়ে আবার স্লিপার হোল্ড লক করেন এবং সিনা ট্যাপ আউট করতে বাধ্য হন।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই দর্শকদের একাংশ WWE বুকিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। যদিও এরপর ম্যাচ শেষে আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

পুরো টিম রিংয়ে এসে জন সিনাকে তাঁর অসাধারণ কেরিয়ারের জন্য সম্মান জানায়। জায়ান্ট স্ক্রিনে একটি বিশেষ ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেখানে সিনার জীবনের দীর্ঘ পথচলার নানা মুহূর্ত তুলে ধরা হয়।

চোখে জল নিয়ে সিনা রিংয়ের মাঝখানে নিজের রেসলিং বুট রেখে দেন, যা ছিল তাঁর বিদায়ের প্রতীক। শেষবারের মতো ক্যামেরার দিকে স্যালুট জানিয়ে সিনা বলেন, ‘এতগুলো বছর আপনাদের সঙ্গে থাকতে পেরে গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এরপর দর্শকদের ভালোবাসা সঙ্গে নিয়ে তিনি পর্দার আড়ালে চলে যান। জন সিনার ভক্তদের মতে, WWE ইতিহাসের এক সোনালি অধ্যায় শেষ হল।