আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ব্যাটিং না দেখে ঘুমোচ্ছেন অনুষ্কা শর্মা!

কোহলির 'চিয়ারলিডার' অনুষ্কা, এ কথা বললেও অত্যুক্তি করা হবে না। সেঞ্চুরি করলে বা ম্যাচ জেতার পরে অভিনেত্রীর দিকে তাকিয়ে 'চুম্বন' ছোড়েন কোহলি। অস্ট্রেলিয়াকে হারানোর পরে চেস্ট ফিস্ট করতে দেখা গিয়েছিল কোহলিকে। 

সেই কোহলির ব্যাটিং না দেখে অনুষ্কা ঘুমোচ্ছেন! এত পর্যন্ত পড়ার পরে অনেকেরই ভ্রু কুঞ্চিত হতে পারে। 

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাত সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে অনুষ্কা চোখ বন্ধ করে রয়েছেন। আঙুলগুলো তাঁর গালে। অনেকেই মনে করছেন তিনি  তন্দ্রাচ্ছন্ন। আবার কেউ মনে করছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা করছেন। সেই সময়ে ভারতের রান ২ উইকেটে ৭৫। ব্যাট করছিলেন শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। 

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেউ বলছেন, ''মায়েরা তো এমনই হয়। ভারতীয় মায়ের উদাহরণ। দু'জন সন্তানকে সামলাতে গিয়ে ক্লান্ত অনুষ্কা।'' 

?ref_src=twsrc%5Etfw">March 5, 2025

 

কেউ কেউ আবার ক্যামেরাম্যানকে দুষেছেন। তাঁদের বক্তব্য, যদি তন্দ্রাচ্ছন্নই থাকে, তাহলে সমস্যাটা কোথায়। ক্যামেরাম্যান ভিন্ন ভাবে বিষয়টা দেখাচ্ছেন।'' 

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুষ্কাকে দেখে বলছেন, ''ও কি ঘুমাচ্ছিল? নাকি প্রার্থনা করছিল?'' 

তিনি ঘুমোচ্ছেন নাকি প্রার্থনা করছেন, তা নিয়ে চলছে নিরন্তর বিতর্ক। তবে ক্রিকেটমাঠ কিন্তু অনুষ্কাকে অন্য ভাবে দেখে এসেছে। তিনি উৎসাহী, এনার্জিতে ভরপুর এক ক্রিকেটঅনুরাগিনী।