আজকাল ওয়েবডেস্ক: পায়ের দুর্গন্ধ নাকের ভিতর দিয়ে মরমে প্রবেশ করলে মনপ্রাণ এমন ওষ্ঠাগত হয়ে ওঠে যে প্রাণপাখি খাঁচাছাড়া হওয়ার উপক্রম হওয়াও আশ্চর্যের নয়। মুখে কিছু না বললেও কোনও আত্মীয়-পরিজন যদি পায়ের গন্ধ নিয়ে বাড়িতে ঘুরতে আসেন তখন আর আত্মীয়তার আগ্রহ থাকে না। কিন্তু কেন এমন দুর্গন্ধ হয়? আসলে অপরিষ্কার জুতো পরলে পায়ে বিভিন্ন রকম জীবাণু বাসা বাধে। আর সেই জীবাণুর বাড়বাড়ন্তই দুর্গন্ধের উৎস। কীভাবে তাড়াবেন এই দুর্গন্ধ?
১. পা পরিষ্কার রাখুন: প্রতিদিন জুতো ব্যবহারের পরে পা ভালভাবে ধুয়ে নিন এবং শুকনো করে মুছে নিন। পা ধোয়ার সময় অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন। মোজা পরার আগে পায়ে সামান্য ট্যালকম পাউডারও লাগিয়ে নিতে পারেন।
২. জুতো নিয়মিত পরিষ্কার করুন: রোজ জুতো কিছুক্ষণ বাইরে রোদে দিন। জুতোতে ভেজা বা স্যাঁতস্যাঁতে ভাব থাকলে তা ভালোভাবে শুকিয়ে নেওয়া বাঞ্ছনীয়। যদি জুতো পরিষ্কার করতে চান তবে সাফ করতে হালকা গরম জল ও সাবান ব্যবহার করতে পারেন। চামড়ার জুতো হলে, নিয়মিত পালিশ করুন।
৩. বেকিং সোডা ব্যবহার করুন: জুতোর ভিতরে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিয়ে সারারাত রেখে দিন। সকালে বেকিং সোডা ঝেড়ে ফেলুন। বেকিং সোডা জুতোর গন্ধ শোষণ করে নেয়।
৪. টি ব্যাগ ব্যবহার করুন: ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতোর ভিতরে রেখে দিন। টি ব্যাগ জুতোর গন্ধ দূর করতে সাহায্য করে।
৫. মোজা পরিবর্তন করুন: প্রতিদিন পরিষ্কার মোজা পরুন। সুতির মোজা পরার চেষ্টা করুন, সুতির মোজা ঘাম শোষণ করতে সাহায্য করে।
