আজকাল ওয়েবডেস্ক: উদ্বোধন হয়ে গেল দেশের প্রথম সেমি হাইস্পিড আঞ্চলিক রেল পরিসেবার। উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এর ট্রেনের উদ্বোধন করেন তিনি। এই ট্রেন চলবে ঘন্টায় ১৮০ কিলোমিটার। উত্তরপ্রদেশের সাহিদাবাদ থেকে দুহাই ডিপো, ৫টি স্টেশনে থামবে এই ট্রেন। উদ্বোধনের পরবর্তী সময়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলছেন। মোদির সঙ্গে কথোপকথন কালে, যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এই ট্রেন কী কী ইতিবাচক প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে, কথা হয়েছে তা নিয়েও।