আজকাল ওয়েবডেস্ক: বসন্ত যে কোনও মানুষের জীবনে যখন খুশি আসতে পারে। ভালবাসার ক্ষেত্রে বয়স একটা সংখ্যা মাত্র। এবার তাঁর প্রমাণ দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। 

 

 

বয়স গিয়ে ঠেকেছে ৬৯ বছরে। অথচ এই বয়সে এসে তিনি নতুন করে প্রেমে পড়লেন। বছর ৬২-র পাউলার সঙ্গে তাঁর সম্পর্কের নিজেই চাউর করলেন। নিজের অনুভূতি খোলাখুলিভাবে ব্যক্ত করে বলেছেন, তিনি ভাগ্যবান যে পউলাকে সঙ্গী হিসেবে পেয়েছেন। এরপর তিনি জানান, তাঁরা একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। তাঁদের অকপট স্বীকারোক্তি দু'জনের সম্পর্ক নিয়ে সকল জল্পনার অবসান ঘটিয়েছে। 

 


২০২১ সালে প্রাক্তন স্ত্রী মেলিন্দার সঙ্গে বিচ্ছেদ হয় গেটসের। ওই বছরই ক্যানসারে স্বামীকে হারান পউলা। ধীরে ধীরে সম্পর্ক জমাট বাঁধে। দু'জনের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। এরপর গেটসই স্বীকার করেন তাঁদের দুজনের মধ্যে সম্পর্কের কথা। তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরই খুশির হাওয়া নেটিজেনদের মধ্যে।