আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন একটি ঘোষণা করেছেন। সেখানে তিনি লিখেছেন ভেনেজুয়েলার “ইন্টারিম অথরিটিজ” আগামীদিনে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল “উচ্চমানের” তেল মার্কিন যুক্তরাষ্ট্রকে বাজার মূল্যে বিক্রি করবে।
ট্রাম্প লিখেছেন, এই তেল মার্কিন বাজার মূল্যে বিক্রি করা হবে এবং উপার্জিত অর্থের উপর তিনি নিজের সমস্ত পরিচালন ক্ষমতা রাখবেন। এর অর্থ উভয় দেশ অর্থাৎ ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের সুবিধার্থে ব্যবহৃত হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে তিনি এই পরিকল্পনাটি অবিলম্বে কার্যকর করতে মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তেল স্টোরেজ শিপে তুলে সরাসরি মার্কিন বন্দরে আনানো হবে।
এদিকে, এই সিদ্ধান্তটি কার্যত ভেনেজুয়েলার এক চরম রাজনৈতিক অস্থিরতার সময় করা হল। সেখানকার বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হস্তক্ষেপে আগামীদিনে বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিতে পরিবর্তন আসতে পারে।
বিগত শনিবারে মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলায় বিরোধীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেখানকার বিরোধীরা দাবি করেছেন যে সক্রিয়ভাবে একটি বিদেশি শক্তি তাদের শাসন করছে। তবে এই পরিস্থিতি দ্রুত উন্নতি হবে।
বিশ্লেষকেরা মনে করেন এই সময় ভেনেজুয়াতে দ্রুত উৎপাদন বাড়ানো সহজ হবে না। ভেনেজুয়েলার তেল পরিকাঠামো অনেকটাই পুরোনো যার ফলে বাস্তবে এই তেল সরবরাহ প্রক্রিয়া আরও জটিল ও সময়সাপেক্ষ হতে পারে। তবে মার্কিন সরকারের এই সিদ্ধান্ত শুনে তারা অবাক হয়েছেন।
সারসংক্ষেপে বলা যায় ট্রাম্পের এই ঘোষণা বিশ্বের জ্বালানিতে বিরাট প্রভাব ফেলবে। সেখানে বাকি দেশগুলি এবার কী প্রতিক্রিয়া দেয় সেদিকেই সকলের নজর থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ সম্পর্ক ও রাজনৈতিক পরিস্থিতি এখন আরও বেশি উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত। তাই সেখানে বিশ্বের অন্যতম তেল উৎপাদক দেশ ভেনেজুয়েলা পরবর্তীকালে এবার কোন দিকে যায় সেটাই দেখার। ভেনেজুয়েলায় হামলার পর রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, কলম্বিয়া এমন একজন ব্যক্তির দ্বারা শাসিত হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করেন। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ট্রাম্প বলেন, "কলম্বিয়ার অবস্থা খারাপ, একজন অসুস্থ লোক দ্বারা শাসিত হচ্ছে যে কোকেন তৈরি করতে এবং তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তবে তিনি এটা আর বেশিদিন করতে পারবে না, আমি আপনাদের বলে দিচ্ছি।"
