শীতল হাওয়ার দাপট খানিকটা কমলেও বুধবারও তাপমাত্রা ১০ ডিগ্রিতেই রইল। ফলে শীতের ঝোড়ো ইনিংসে এখন কোনও বাধাই নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস।
2
9
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রির কাছাকাছি। এটিও স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি নিচে।
3
9
কলকাতায় ভোরের দিকে কুয়াশার চাদর ছিল পুরু। পাশাপাশি কলকাতায় পাশের সমস্ত এলাকাতও রাত থেকে শুরু করে সকালে কুয়াশার কারণে যান চলাচল অনেকটাই কম হয়েছে।
4
9
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই শীতের তীব্রতা এতটা বেশি। সেখান থেকে বাতাসে জলীয় বাষ্প মিশছে। ফলে শীতের কামড় অনেক বেশি।
5
9
কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন অংশেও তাপমাত্রা ১০ ডিগ্রির তলায় রয়েছে। সেখানে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই মেদিনীপুরে শীতে কাঁপছেন সাধারণ মানুষ।
6
9
অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও চলছে শীতের দাপট। সেখানে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা আরও কমেছে। পর্যটকদের কাছে তাই এটাই সেরা সময় ঘুরতে যাওয়ার।
7
9
চলতি সপ্তাহে এই পরিস্থিতি চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। যদি শীতল হাওয়ার তীব্রতা বাড়ে তাহলে সেখান থেকে তাপমাত্রার পারদ আরও নিচের দিকে নামবে।
8
9
কলকাতায় তাপমাত্রার পারদ আরও নামতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ফের হাড়কাঁপানো ঠান্ডা পড়বে। নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ।
9
9
সকালের দিকে রোদ না-উঠলেও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়াই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে জেলায় জেলায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই।