আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুটো টি২০ ম্যাচেই আউট হয়েছেন আর্চারের বাউন্সার সামলাতে না পেরে। আর তাই তৃতীয় টি২০ ম্যাচের আগে শর্ট বলে দীর্ঘক্ষণ অনুশীলন করলেন সঞ্জু স্যামসন। ছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও দলের থ্রো ডাউন স্পেশালিস্ট।
প্রায় ৪৫ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন সারেন স্যামসন। প্ল্যাস্টিক বলে ক্রমাগত হুক ও পুল শট মারতে দেখা যায় স্যামসনকে। অনুশীলন চলাকালীন বারবার সঞ্জুর সঙ্গে কথা বলতে দেখা যায় ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে। তারপর গোটা দলের সঙ্গে আবার অনুশীলনে যোগ দেন।
দুই ইংরেজ পেসার আর্চার ও মার্ক উডের সামনে প্রথম দুটো ম্যাচেই অস্বস্তিতে পড়তে দেখা গেছে স্যামসন ও অভিষেক শর্মাকে। গতি ও বাউন্স দিয়ে ভারতীয় ওপেনারদের যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিলেন দুই দীর্ঘদেহী পেসার। আর তাই স্যামসনকে অতিরিক্ত অনুশীলন করতে দেখা গেল তৃতীয় ম্যাচের আগে।
এটা ঘটনা ২০২৪ সালের শেষে দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে দুটি শতরান করেছিলেন স্যামসন। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচেও শতরান করেছিলেন। ইংল্যান্ড সিরিজের দলে তিনি আছেন। তবে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি সুযোগ পাননি।
