আজকাল ওয়েবডেস্ক: বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে নিজের তুলনা টানলেন নেইমার। একটি সাক্ষাৎকারে তাঁকে নিজের সঙ্গে তুলনা করতে বলা হয় লুইস সুয়ারেজের সঙ্গে। উরুগুয়ান তারকার সঙ্গে একসঙ্গে খেলেছেন নেইমার।
সুয়ারেজের থেকে নিজেকে এগিয়ে রাখেন ব্রাজিলীয় তারকা। অনেকের থেকে নেইমার নিজেকে এগিয়ে রেখেছেন। কিন্তু দু'জন ফুটবলারের কথা তিনি আলাদা করে উল্লেখ করেন, যাঁদেরকে নেইমার নিজের থেকেও এগিয়ে রেখেছেন। তাঁরা কারা? এই দু'জন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। একসঙ্গে দুই তারকা খেলেছেন বার্সেলোনায়। প্যারিস সাঁ জাঁতেও একসঙ্গে খেলেছেন নেইমার ও মেসি। দু'জনের বন্ধুত্বের প্রতিফলন খেলার মাঠে পড়ত। বার্সার সেই দলে মেসি ও নেইমারের সঙ্গে ছিলেন সুয়ারেজও। উরুগুয়ান তারকার থেকে নিজেকে এগিয়ে রাখলেও মেসির থেকে নিজেকে পিছিয়ে রাখছেন ব্রাজিলীয় নেইমার। মেসির প্রশংসা তিনি সবসময়েই করেন।
রোনাল্ডোকেও তিনি সমীহ করেন। দীর্ঘ সময় ধরে রোনাল্ডো খেলছেন। মেসির সঙ্গে তাঁর দ্বৈরথও দীর্ঘ সময়ের। বিশ্ব ফুটবলে রোনাল্ডোর অবদান অনেকটাই। রোনাল্ডোর প্রভাবকে অস্বীকার করবে কে! একই কথা প্রযোজ্য মেসির ক্ষেত্রেও। নেইমার সেই কারণে নিজেকে সবার থেকে এগিয়ে রাখলেও মেসি ও রোনাল্ডোর থেকে নিজেকে পিছিয়েই রেখেছেন।
