আজকাল ওয়েবডেস্ক: ভারতের “ড্রিল ম্যান” নামে পরিচিত ক্রান্তি কুমার পানিকেরা আবারও গড়ে বসলেন এক অনন্য বিশ্বরেকর্ড। শুধুমাত্র জিভ ব্যবহার করে এক মিনিটে সবথেকে বেশি ফ্যান থামানোর রেকর্ড রয়েছে তাঁর দখলে। নিজের নাকে পেরেক ঢুকিয়ে নয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি পোস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে জানানো হয়েছে, এক মিনিটে হাতুড়ি ব্যবহার করে নাকে সবচেয়ে বেশি পেরেক ঢোকানোর রেকর্ড গড়েছেন ক্রান্তি। ২৭টি পেরেক ঢুকিয়েছেন তিনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, পানিকেরা একটি পেরেক হাতে তুলে নেন এবং সেটি হাতুড়ি ব্যবহার করে নিজের নাকে ঢোকান। প্রতিটি পেরেক ঢোকানোর পর তিনি তা বের করেন এবং আবার পরের পেরেক ঢোকানোর কাজে লেগে যান। এক মিনিটে ২৭টি পেরেক ঢোকানোর মাধ্যমে তিনি রেকর্ড ভেঙে গিনেসের শংসাপত্র পেয়েছেন। এই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ।
কেউ বিস্ময় প্রকাশ করেছেন আবার কেউ ওই ব্যক্তির সাহস এবং দক্ষতার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এই প্রতিভা আবিষ্কার হল কীভাবে?’ আর এক মজার ছলে কমেন্ট করেছেন, ‘একদম ঠিকঠাক পেরেক ঠুকেছেন!’ আর এক ব্যক্তির মন্তব্য, ‘এটা সত্যিই ভয়ঙ্কর!’ জানা গিয়েছে, পানিকেরা এই কৌশলটি গত বছর ফেব্রুয়ারিতে ইতালির মিলানে অনুষ্ঠিত একটি শো-তে প্রথম দেখিয়েছিলেন। হাতুড়ি দিয়ে নাকে পেরেক ঠোকা এবং জিভ দিয়ে ফ্যান থামানো ছাড়াও আরও অনেক বিশ্ব রেকর্ড রয়েছে পানিকেরার দখলে।
