আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে বিজিটির চতুর্থ টেস্টে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি একাধিক বিতর্কের কেন্দ্রে। একে ম্যাচের প্রথম দিন অভিষেক ম্যাচ খেলতে নামা অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসের বিতর্কে জড়িয়ে পড়েন কোহলি। প্রথম দিকে টানা কিছুক্ষণ স্লেজিংয়ের পরে বিরাটের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি কাঁধ দিয়ে ধাক্কা দেন ওই তরুণ ব্যাটারকে। তাঁর ম্যাচ ফিও কাটা হয়েছে এমনটাই জানিয়েছে আইসিসি। তবে এখানেই শেষ হয়নি ঘটনা। ওই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান মিডিয়া এবং সমর্থকরা লেগেছেন বিরাটের পেছনে।

 

?ref_src=twsrc%5Etfw">December 27, 2024

 

কখনও সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে কটুক্তি, আবার কখনও মাঠে ভক্তদের কটাক্ষ এবং অবমাননামূলক মন্তব্য। এদিন সর্বশেষ ঘটনাটি ঘটে কোহলি আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময়। বিরাট ড্রেসিংরুমে ফেরার পথে কয়েকজন অস্ট্রেলিয়ান ভক্তের মন্তব্য শুনে ফিরে এসে তাঁদের সামনে দাঁড়ান। রাগে তাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে শোনা যায় বিরাটকে। মাঠের নিরাপত্তাকর্মী এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবং সমর্থকদের এমন আচরণ শুধুমাত্রই ভারতীয় দলের ওপর মানসিক চাপ সৃষ্টি করার জন্য করা।

 

 

গত দু’বারের সিরিজে নিজেদের মাঠে ভারতের কাছে পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বর্তমানে সিরিজ ১-১ হওয়ায় অস্ট্রেলিয়ার এই মরিয়া প্রচেষ্টা আরও স্পষ্ট। এদিন ব্যাট করার জন্য মাঠে প্রবেশের সময়ই এমসিজিতে অস্ট্রেলিয়ান সমর্থকদের একটা বড় অংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা এর পাল্টা জবাব দেন করতালির মাধ্যমে। ধারাভাষ্যে শোনা যায়, বিরাট মাঠে নামার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান ভক্তদের একাংশ কটাক্ষ করছেন। অন্যদিকে, ভারতীয় সমর্থকরা তাঁকে উৎসাহ দিয়ে স্বাগত জানান। মাঠের বাইরে একপ্রকার ভিন্ন লড়াই চলছে ভক্তদের মধ্যেও।