সংবাদসংস্থা মুম্বই: 

বচ্চন ‘জোক’
‘প্র্যাঙ্ক-মাস্টার’ হিসাবে বলিপাড়ায় নাম আছে অভিষেক বচ্চনের। সম্প্রতি, সমাজমাধ্যমে জুনিয়র বচ্চনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। রিতেশ দেশমুখের কমেডি শো ‘কেস তো বনতা হ্যায়’তে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানে এক শিল্পী মঞ্চ থেকে অমিতাভ বচ্চনকে নিয়ে মজা করতেই  চটে যান অভিষেক। ওই ব্যক্তিকে থামিয়ে দেন এবং বলেন বিষয়টি এতটুকুও তাঁর মনঃপুত হচ্ছে না। রিতেশ দেশমুখ অভিষেককে নিরস্ত করতে গিয়েও ব্যর্থ হন। আচমকা মঞ্চ ছেড়ে হাঁটা লাগান অভিষেক। ততক্ষণে চারপাশের আবহাওয়া বেশ ভারী। আচমকা মঞ্চের পিছন থেকে ওই শিল্পীর কাছে এসে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেন অভিষেক। এবং হাসতে হাসতে জানান, গোটা বিষয়টাই স্রেফ মজা করছিলেন তিনি! চমকে গেলেও হাঁফ ছেড়ে বাঁচেন ওই শিল্পী। 

 

ইমতিয়াজের নয়া ছবির নাম 
আগেই জানা গিয়েছিল, পরিচালক ইমতিয়াজ আলির ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখতে চলেছেন ফাহাদ ফসিল। তাঁর বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের একাধিক বৈঠক হয়েছে। ছবির কাগজপত্রে সই-সাবুদও নাকি হয়ে গিয়েছে। এবার জানা গেল ছবির নাম রাখা হয়েছে ইডিয়টস অফ ইস্তানবুল। শোনা যাচ্ছে, ইমতিয়াজের এই নয়া ছবি হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও মজা, দুখজাগানিয়া-এমন হরেকরকম ব্যাপার রয়েছে।

মোদীর দরবারে হাজির কাপুরেরা

শতবর্ষে রাজ কাপুর। প্রয়াত এই কিংবদন্তি পরিচালক-অভিনেতার জন্মশতবর্ষ উদযাপনে একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে কাপুর পরিবার। আগামী ১৩-১৫ ডিসেম্বর দেশের ৪০টি শহরের ১৩৫টি প্রেক্ষাগৃহে রাজ কাপুরের ১০টি বাছাই করা ছবি দেখানো হবে। সেই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে হাজির হয়েছিলেন করিনা-রণবীর-আলিয়া সহ গোটা কাপুর পরিবার। ছিলেন করিনার স্বামী তথা বলি-নায়ক সইফ আলি খান-ও।

 
অনির্দিষ্টকালের জন্য বিরতি রহমানের?  

শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পর কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। তবে এই রটনার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই বলেই জানিয়েছিলেন রহমান-কন্যা খতিজা। তবে সম্প্রতি ঘটে একটি বিষয় কিন্তু খতিজার বক্তব্যের সপক্ষে না যাওয়ারই ইঙ্গিত বহন করছে। জানা গিয়েছে, জনপ্রিয় দক্ষিণী-তারকা সূরিয়ার আগামী ছবির সুরকার হিসাবে কাজ করার কথা ছিল রহমানের। তবে সেই প্রজেক্ট থেকে নাকি এবার সরে দাঁড়িয়েছেন তিনি! কারণ? এখনও অজানা। আর রহমানের জায়গায় এখন সেই জায়গা ভরাট করবেন সাই অভয়ঙ্কর। ছবিটির নাম আপাতত রাখা হয়েছে ‘সূরিয়া ৪৫’। পরিচালনার দায়িত্বে রয়েছেন আরজে বালাজি।