আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই ব্যাঙ্ক ধর্মঘট। ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে সপ্তাহে ৫ দিন কাজ। সেখানে দুদিন ধরে তারা ছুটির দাবি করছে। এই ধর্মঘটে সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে বলেই খবর মিলেছে। চলতি মাসের ২৫ এবং ২৬ জানুয়ারি ব্যাঙ্ক ছুটি থাকছে। সেই তালিকায় এবার আরেকটি দিনও যুক্ত হল। ফলে টানা তিনদিন ধরেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।


বর্তমানে ব্যাঙ্কগুলিতে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে। রবিবার ছুটি তো থাকেই। তবে ২০২৪ সাল থেকেই ব্যাঙ্ক কর্মচারীদের ইউনিয়নগুলি শনিবার করে স্থায়ী ছুটির দাবি জানিয়ে আসছিল। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইউএফবিইউ জানিয়েছে তারা সপ্তাহে ৫ দিন ধরে কাজের দাবিতে বহুদিন ধরেই অটল। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় কেন্দ্রীয় সরকার বহুদিন ধরেই বিষয়টি নিয়ে টালবাহানা করছে। এটি একটি বহুদিনের দাবি। এর বিনিময়ে তারা প্রতিদিন ৪০ মিনিট ধরে অতিরিক্ত কাজ করবেন ব্যাঙ্কে। ফলে সেখান থেকে কাজের দিনের ক্ষতি তারা সহজেই পুষিয়ে দেবেন।


প্রসঙ্গত, আরবিআই, এলআইসি, জিআইসি-র সপ্তাহে ৫ দিনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিদেশি লেনদেন বাজার, মানি মার্কেট, স্টক মার্কেটে এই ৫ দিনের কাজ চালু রয়েছে। এরা কেউ শনিবার কাজ করেন না। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি অফিস এবং বহু রাজ্যের সরকারি অফিসও শনিবার করে বন্ধ থাকে।


এবার নিজেদের দাবি মেটাতে চলতি মাসের ২৭ তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিনের ধর্মঘটে দেশের প্রথম সারির সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে বলেই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। ফলে টানা দিনদিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকার জের ভুগতে হবে আমজনতাকে। তাই যদি ব্যাঙ্কের কোনও কাজ থাকে তাহলে সেখানে আগে থেকেই গিয়ে সেই কাজটি শেষ করে নিন।

&t=2133s


২০২৫ সালেও বেশ কয়েকদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে লাভ কিছুই হয়নি। শনিবার ছুটি নিয়ে কোনও সদর্থক সমাধান মেলেনি। এতে হাল ছাড়েনি ইউনিয়নগুলি। তাই তারা নতুন বছরের প্রথম মাসেই ফের একবার ধর্মঘটের পথে হাঁটল। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা এরপর বৃহত্তর আন্দোলনের পথে যাবে। শনিবার ছুটির দাবি তারা বহুদিন ধরেই করেছে। এবার তাদের দাবি কতটা মানা হয় সেটাই দেখার।