আজকাল ওয়েবডেস্ক: ইনফোসিসের প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার ও খ্যাতনামা ভেঞ্চার ক্যাপিটালিস্ট মোহনদাস পাই জানিয়েছেন, আসন্ন কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ বেঙ্গালুরুর জন্য কিছু ‘বিশেষ তহবিল’ ঘোষণা হতে পারে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন।


একইসঙ্গে, কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন পাই। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার বেঙ্গালুরুকে অবহেলা করছে এবং এমন নীতির দিকে এগোচ্ছে, যা শহরটিকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে।


এক ভিডিও সাক্ষাৎকারে মোহনদাস পাই বলেন, বর্তমান কংগ্রেস সরকারের আমলে বেঙ্গালুরু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, রাজ্যে তথাকথিত ‘গ্যারান্টি প্রকল্পে’ প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাইয়ের মতে, এই খরচের অন্তত অর্ধেক অপ্রয়োজনীয় ছিল এবং তার ফলে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর পরিকাঠামো ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ কমে গেছে।


বেঙ্গালুরু সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করে ফের ব্যালট পেপার চালুর প্রস্তাব নিয়েও কড়া প্রতিক্রিয়া জানান পাই। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এই উদ্যোগকে সমর্থন করছেন বলে জানা গেছে। পাই এই সিদ্ধান্তকে “অযৌক্তিক” বলে আখ্যা দেন।


পাই বলেন, বেঙ্গালুরু বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি শহর। এখানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রযুক্তি কর্মী কাজ করেন। সেই শহরকে ব্যালট পেপারের যুগে ফেরানো একেবারেই হাস্যকর।
তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত ক্ষমতায় থাকা মানুষের মানসিকতার প্রতিফলন এবং তা বেঙ্গালুরুর আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে একই সাক্ষাৎকারে সিদ্দারামাইয়ার প্রশংসাও করেন মোহনদাস পাই। কর্নাটকের দীর্ঘতম মেয়াদে দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়াকে তিনি ‘অসাধারণ’ রাজনৈতিক নেতা এবং সারা দেশের রাজনৈতিক নেতৃত্বের জন্য ‘রোল মডেল’ বলে উল্লেখ করেন।

 

&t=2s
বেঙ্গালুরু যে আগামীদিনে ফের একবার গোটা দেশের নাম উজ্জ্বল করবে সেকথা স্পষ্টভাবে জানিয়ে দেন মোহনদাস পাই। তার মতে কেন্দ্রীয় বাজেটে বেঙ্গালুরুকে বিশেষভাবে নজর দেওয়া হবে। তাতে লাভ হবে এখানকার মানুষের। পাশাপাশি যারা অন্য রাজ্য থেকে এখানে কাজের জন্য আসেন তারাও বাড়তি সুবিধা পাবেন বলেও জানিয়ে দেন তিনি। সেখান থেকে ফের একবার নিজের হারানো গৌরব অর্জন করতে পারবে বেঙ্গালুরু বলেও মনে করেন পাই।