আজকাল ওয়েবডেস্ক: ভ্রমণের সময়ে সঠিক ক্রেডিট কার্ড আপনার যাত্রা অভিজ্ঞতাকে অনেকটাই আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলতে পারে। সকলের ভ্রমণের অভ্যাস ও খরচের ধরণ মাথায় রেখে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সম্প্রতি বাজারে এনেছে ব্ল্যাক ক্রেডিট কার্ড।
রিওয়ার্ড স্ট্রাকচার
এই কার্ডের অন্যতম বড় আকর্ষণ এর সহজ ও উদার রিওয়ার্ড কাঠামো। অনলাইন, অফলাইন ও আন্তর্জাতিক লেনদেনে প্রতি ১৫০ টাকা খরচে মিলবে ৪ রিওয়ার্ড পয়েন্ট। ইউটিলিটি বিল ও বিমা প্রিমিয়াম পরিশোধে প্রতি ১৫০ টাকায় ১ রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়।
ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও সুবিধা রয়েছে এখানে। ২,০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই ট্রানজ্যাকশনে প্রতি ১৫০ টাকায় ৩ পয়েন্ট, আর ২,০০০ টাকা বা তার কম হলে ১ পয়েন্ট। তবে জ্বালানি কেনা ইএমআই-তে লেনদেন, নগদ টাকা তোলা এবং ১৫০ টাকার কম মূল্যের লেনদেনে কোনও রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় না।
যোগদানের বিশেষ সুবিধা
জয়েনিং ফি দেওয়ার পর কার্ডহোল্ডার একাধিক আকর্ষণীয় বেনিফিট পান। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক মোবাইল অ্যাপের মাধ্যমে প্রথম ফ্লাইট বুকিংয়ে ন্যূনতম ৫,০০০ টাকা খরচে ৫০০ টাকা ছাড়। ফ্লাইট, হোটেল ও বাস বুকিংয়ে মোট ১,৬০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যায়।
ভ্রমণ ও লাইফস্টাইল সুবিধা
মুভি প্রেমীদের জন্য ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে প্রতি মাসে একবার ২৫% ছাড় পাওয়া যায়। ভ্রমণকারীদের জন্য রয়েছে ভারতীয় বিমানবন্দরের নির্দিষ্ট লাউঞ্জে প্রতি ত্রৈমাসিকে ১টি ফ্রি অ্যাক্সেস, তবে তার জন্য আগের মাসে ২০,০০০ টাকা খরচের শর্ত পূরণ করতে হবে।
সবচেয়ে বড় প্লাস পয়েন্ট—জিরো ফরেক্স মার্কআপ। বিদেশে খরচ হোক বা আন্তর্জাতিক অনলাইন শপিং, অতিরিক্ত ফরেক্স চার্জ দিতে হবে না।
যাঁরা নিয়মিত ভ্রমণ করেন, আন্তর্জাতিক লেনদেন করেন এবং লাইফস্টাইল বেনিফিট পছন্দ করেন, তাঁদের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ব্ল্যাক ক্রেডিট কার্ড একটি আরামের বিকল্প। তবে আপনার খরচের ধরণ ও মাসিক ব্যবহার বিচার করেই সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।
যদি আপনি সঠিকভাবে হিসেব করে কাজ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার বাড়তি সুবিধা থাকবে। এই কার্ড আপনারে ভ্রমণের দিক থেকে বেশ অনেকটাই ছাড় দেবে। পাশাপাশি আপনার কাছে বিশেষ ছাড় থাকার ফলে সেখান থেকে আপনি প্রতিটি সময়ে বাড়তি সুবিধা তো পাবেনই। সেখান থেকে দেখতে হলে এই কার্ড অচিরেই মার্কেটে নিজের অন্য জায়গা করে নেবে।
