আজকাল ওয়েবডেস্ক: ২৪ পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃত্যুর আগে সেই সুইসাইড নোট পরিচিত সকলকে ইমেলও করেছেন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে সাইনবোর্ড। তাতে লেখা ‘বিচার রইল অধরা’। ঘটনাটি উত্তরপ্রদেশের।
অতুল সুভাষ নামে ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা চলছিল তাঁর। আলাদা থাকতেন দু’জনে। তিনি সুইসাইড নোটে উল্লেখ করেছেন তাঁর মৃত্যুর জন্য স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা দায়ী। তিনি মৃত্যুর আগে একটি ২৪ পাতার নোট লিখে সেটি টেবিলে রাখেন। সঙ্গে একটা লিস্ট রাখেন যাতে লেখা তাঁর কী কাজ করা হয়ে গিয়েছে আর কী কাজ করা বাকি রয়ে গেল! গাড়ির চাবিও রাখেন সেখানে। এরপর তিনি পরিচিত সকলকে সেই সুইসাইড নোট মেল করেন। এমনকী এনজিও -এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সেটি পাঠান। তারপর আত্মহত্যা করেন তিনি।
মর্মান্তিক কাণ্ড ঘটানোর আগে তিনি একটি ভিডিও বানান। পুলিশ হাতে এসেছে সেই সাড়ে চার মিনিটের ভিডিওটি। সেটা হাতে এসেছে পুলিশের। তাতে তিনি বলেছেন, স্ত্রী তাঁর বিরুদ্ধে ন'টি কেস করেছে। ছ’টি নিম্ন আদালতে এবং তিনটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ২০২২ সালে প্রথম স্ত্রী তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে পণপ্রথা, জোর করে যৌন সম্পর্ক স্থাপন সহ একাধিক ধারা আনা হয়েছে। এমনকী স্ত্রীয়ের বাবার মৃত্যুর জন্যও দায়ী করেছেন তাঁকে। এর জন্য ক্ষতিপূরণও চেয়েছিলেন। পরে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এমনকী প্রতি মাসে দু’লাখ টাকা খোরপোষের দাবি করেন স্ত্রী এবং সন্তানের জন্য।
সোমবার উত্তরপ্রদেশ পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই আত্মহত্যা করেছেন ওই ইঞ্জিনিয়ার। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে পরিচিত সকলকে।
