আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। চাপ বাড়ছে ভারতের উপরে। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা তীব্র সমালোচিত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

এক উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অজিরা। কিন্তু ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন নিরাপদ জায়গায়। হেড  ১৪০ রান করেন। অস্ট্রেলিয়া ১৫৭ রানে এগিয়ে থেকে ভারতের উপরে চাপ বাড়াতে শুরু করে। দিনের শেষে ভারতের রান পাঁচ উইকেটে ১২৮।  

হেডের দুরন্ত ইনিংসের পরে ভক্তদের নিশানায় রোহিত। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরেও হিটম্যান তীব্র নিন্দিত হন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রোহিতের সমালোচনা করে লিখেছেন, রোহিত শর্মা একটা জয়ী দলে ঢুকে সব চেয়ে সফল অধিনায়ককে সরাল, দলের পুরো মোমেন্টামটাই নষ্ট করে দিল। কোনও মানে হয়! মিডল অর্ডার ব্যাটার হিসেবেও রোহিতের অধঃপতন ঘটেছে।'' 

আরেক ভক্ত লিখেছেন,  ''ভারতীয় ক্রিকেটের জন্য রোহিত শর্মার নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। এটা স্বীকার করতে দোষ নেই, যে এই দায়িত্বের জন্য তুমি আর সেরা লোক নও।'' 

আরেক ক্রিকেট ভক্ত লিখেছেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট হারের পরে ২০১৪ সালে ধোনি যেভাবে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন, রোহিত শর্মারও একই ভাবে ক্যাপ্টেন্সি ছাড়া উচিত। টানা তিন ম্যাচ আমরা হেরেছি নিউজিল্যান্ডের কাছে। অস্ট্রেলিয়াতেও হারের মুখে। অনুরোধ করছি রোহিত শর্মা আপনি নেতৃত্ব ছেড়ে দিন।'' 

ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরে রোহিত আরও সমালোচনার মুখে পড়েন। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া এখন ভাল জায়গায়। ভারত ম্যাচ হারলে রোহিতের উপরে যে চাপ আরও বাড়বে, তা বলাই বাহুল্য।