আজকাল ওয়েবডেস্ক: নামেই পুষ্টিকর খাবার। আদতে তাতে ভর্তি ফাঙ্গাস, লার্ভা। এমনই নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলে স্কুলে। যা খেয়ে কখনও কখনও অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারাও। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনলেন অভিভাবকরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড় জেলায়। যেখানে অধিকাংশ গ্রামেই আদিবাসীদের বসবাস। সেই জেলার একাধিক স্কুলে পড়ুয়াদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। খাবারগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, আদতেই তাতে ফাঙ্গাস এবং লার্ভা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, পালগড়ের একটি জেলা পরিষদ ও রাজ্য সরকারি স্কুলে এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানিয়েছেন, স্কুলে চাক্কি পরিবেশন করা হয়। পুষ্টিকর এই স্ন্যাকস পড়ুয়াদের সুস্বাস্থ্য গড়ার লক্ষ্যেই পরিবেশন করা হয় স্কুলে স্কুলে। কিন্তু সেই খাবার খেয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, চাক্কি ভর্তি ফাঙ্গাস রয়েছে। কয়েকটিতে লার্ভা নড়াচড়া করতেও দেখা গেছে।
গুরুতর এই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক খাবারের নমুনা পরীক্ষা করার নির্দেশ দেন। তাতেই ফাঙ্গাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। যাঁরা এমন নিম্নমানের খাবার স্কুলে বিতরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
