আজকাল ওয়েবডেস্ক: পার্থ টেস্টের পিচে শেষ মুহূর্তের কাজ চলছে। ২২ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে অপ্টাস স্টেডিয়ামে শুরু হচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফি। কিন্তু অপ্রত্যাশিত বৃষ্টিতে ২২ গজ তৈরির কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই পিচে একাধিক ফাটল তৈরি হয়েছে। যাকে বলা হচ্ছে ‘স্নেক ক্রাকস’। যদিও পার্থের উইকেট হয়েছে সবুজ। পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘গতি ও বাউন্স থাকবে উইকেটে। কিন্তু আচমকা বৃষ্টি পিচ তৈরির কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে।’
তবে আচমকা বৃষ্টিতে ফাটল তৈরি হওয়ায় স্পিনাররাও পার্থের উইকেটে সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে। এমনিতে পার্থের উইকেটে বরাবরই থাকে গতি। কিন্তু ফাটলের জন্য এবার পরিস্থিতি অন্য।
প্রসঙ্গত, পার্থে কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। ফলে উইকেটে থাকছে কভার। মঙ্গলবারও উইকেট ঢেকে রাখা হয়েছিল। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘পার্থ টেস্টের উইকেট যেমন তৈরি এবার তা বৃষ্টির জন্য তৈরিতে সমস্যা হচ্ছে। বৃষ্টির জন্য মঙ্গলবার পিচ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। তবে মাঝে দু’দিন রয়েছে। রোদ উঠলে পিচ তৈরির সময় পাওয়া যাবে।’
যা পরিস্থিতি তাতে পার্থে প্রথম দিন উইকেটে থাকবে আর্দ্রতা। যা পরের দিকে থাকার সম্ভাবনা। পিচ কিউরেটর বলেছেন, ‘বৃষ্টি হলেও উইকেটের চরিত্রকে তা বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করি না। তবে অনিয়ন্ত্রিত বাউন্স থাকবে। তবে কিছু ফাটল তৈরি হয়েছে বৃষ্টির জন্য। যা চিন্তায় রাখছে।’
আবহাওয়া দপ্তরের এখনও অবধি পূর্বাভাস, ম্যাচের দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বাড়বে।
