আজকাল ওয়েবডেস্ক : এযেন এক অবাক করা কান্ড। একটি বেসরকারি হেলথ ইন্সুরেন্স কোম্পানির ৩. ১ কোটি গ্রাহকের সমস্ত তথ্য হ্যাক করা হল। এই সব গ্রাহকের মোবাইল নম্বর, প্যান নম্বর, আধার নম্বর এবং হেলথ ইন্সুরেন্স নম্বর একটি ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। এই ওয়েবসাইট এর নাম এক্স এন জেন। 

 

আরও অবাক করা কান্ড হল যে হ্যাকার এই কাজটি করেছে তার দাবি ওই সমস্ত তথ্য ওই প্রতিষ্ঠান থেকে এক শীর্ষ অফিসার তাকে এগুলি বিক্রি করেছে। 

 

যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ওই ইন্সুরেন্স কোম্পানি। তারা বলেছে এই রকম কোনও কাজ তারা করেনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞ দিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

 

এই বিষয়ে একটি মামলা হয়েছে মাদ্রাজ হাই কোর্টে। সেখানে কোর্ট পুলিশকে আরও জোরদার তদন্ত করতে বলেছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে কোনও ভিতরের মানুষের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। নাহলে এতবড়ো কান্ড কোনও মোটেই ওই হ্যাকার করতে পারত না। তবে কে এর সঙ্গে যুক্ত রয়েছে তার খোঁজ দ্রুত করা হবে বলে জানিয়েছে পুলিশ।